Connect with us

    Bangla Serial

    Anurager Chhowa: দীপাকে কাজের লোক বলে সবার সামনে ছোটো করল সূর্য! ‘ও নিজেই স্বামী হওয়ার অযোগ্য’, ধৈর্যের বাঁধ ভাঙছে দর্শকদের

    Published

    on

    বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই মুহূর্তে টিআরপি শ্রেষ্ঠ ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশিত হয় টিআরপি তালিকা। আর এই তালিকায় একটি জিনিস এখন বাঁধাধরা হয়ে গেছে‌। কী? আসলে সেটা হলো টিআরপি তালিকার প্রথম স্থানে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নাম থাকা।

    চলতি সপ্তাহেও টিআরপি তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ আসন ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিকটি। ৮.৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলা টেলিভিশনের রাজত্ব করছে সূর্য-দীপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। প্রসঙ্গত উল্লেখ্য, একঘেয়ে গল্পের ট্র্যাক দেখতে দেখতে দর্শকরা হতাশ হলেও এই ধারাবাহিকের দুই খুদে সদস্য সোনা-রূপা মুগ্ধ করছে নেটিজেনদের।

    শাশুড়ি লাবণ্য সেনগুপ্তর অনুরোধে সোনার জন্য রূপাকে নিয়ে দীপার আবার‌ও শ্বশুরবাড়ি ফেরার কথা ইতিমধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জেনে গিয়েছেন। যদিও দীপার আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে আসা ভালো চোখে দেখেনি সূর্য। বলা যায় মেনে নিতে পারেনি সে। কিন্তু নিজের মায়ের সিদ্ধান্তের ওপর কোন‌ও কথা সে বলতে পারেনি। বিশেষ করে যেখানে দীপার‌ ফিরে আসায় ভালো রয়েছে সোনা।

    অন্যদিকে দীপা ফিরে আসায় সেনগুপ্ত বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে। আবার‌ও দীপা শুরু করেছে পুজো অর্চনা। ‌ সবাই দীপার হাতের রান্না খাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। তবে দীপার ফিরে আসায় সবাই খুশি হলেও একমাত্র খুশি নয় সূর্য। আর দীপার প্রতি সূর্যের এই ব্যবহার ভালো লাগছে না দর্শকদের।

    তবে দীপার প্রতি সূর্যের ব্যবহার এবার মাত্রা ছাড়িয়েছে। সূর্যকে নিমন্ত্রণ করার জন্য বাড়িতে আসে কিছু মানুষ। সেই সময় দীপা সহ উপস্থিত ছিল সেনগুপ্ত বাড়ির সমস্ত সদস্যরা। আর এমন সময় ওই ব্যক্তিরা দীপাকে সূর্যর স্ত্রী হিসেবে চিনতে পারলে তাদেরকে সূর্য বলে যে দীপা তার স্ত্রী নয় বরং এই বাড়ির কাজের লোক তার মেয়েকে দেখাশোনা করেন। এই কথা শুনে হতভম্ব হয়ে যায় সেনগুপ্ত বাড়ির সমস্ত সদস্যরা। তীব্র অপমানিত বোধ করে দীপা‌। কিন্তু সোনার মুখের দিকে তাকিয়ে এই বাড়ি ছেড়ে যায় না সে। যদি দীপার প্রতি সূর্যের এই ব্যবহার মেনে নিতে পারছেন না নেটিজেনরা।