জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এতদিন নায়িকারা লিপস্টিক লাগিয়ে শুটিং করত, এখন ডক্টর সূর্য সেনগুপ্তও লিপস্টিক লাগিয়ে শুটিং করে! লাবণ্য বাধ্য বড় ছেলের কীর্তি দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা

বাংলা ধারাবাহিকে আগে নায়ক নায়িকারা খুব অল্প সাজতো যেটা দেখে বাস্তবসম্মত লাগত কিন্তু হঠাৎ করে মাঝের দিকে বলিউড সিরিয়ালের প্রভাবে একদম অবাঙালীদের ধাঁচে সাজানো শুরু হয় বাংলা ধারাবাহিকের কলাকুশলীদের।তবে বর্তমান কালে আবার কিছুটা পরিবর্তন এসেছে এবং বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন সাজানো হয় নায়িকাদের তবে নায়কদের খুব একটা মেকআপ করানো হয় না এখনো পর্যন্ত।

তবে এক্ষেত্রে ব্যতিক্রম একজন।তিনি হলেন অনুরাগ এর ছোঁয়া আর লাবণ্য সেনগুপ্তের বাধ্য শান্তশিষ্ট কিন্তু প্রতিবাদী বড় ছেলে ডক্টর সূর্য সেন গুপ্ত।কিছুদিন আগে যখন একটা প্রোমো এসেছিল সেটা দেখে দর্শকরা চমকে গেছেন সেখানে সূর্যকে যে রকম অবস্থায় দেখা গেছে তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না।

মিশকার পর্দা ফাঁস এপিসোডের যে প্রমো দেয়া হয়েছে সেখানে সূর্যকে দেখে মনে হবে সে ঠোঁটে লিপস্টিক পরে রয়েছে। বাস্তবে সেটা হতেও পারে কারণ এই রকম লাল রঙের ঠোঁট কোন স্বাভাবিক মানুষের হতে পারে না। হঠাৎ করে দেখলে যে কেউ চমকে যাবেন।

এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। ‌ সকলেই বলছেন যে ডক্টর বাবু কিনা শেষ পর্যন্ত ঠোঁটে লিপস্টিক পরছেন তাও আবার লাল রংয়ের? তবে সূর্যকে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না।

Piya Chanda

                 

You cannot copy content of this page