ছোটপর্দায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক সম্প্রচারের পর থেকেই চর্চার কেন্দ্রে অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সোমবার শুরু হওয়া সিরিয়াল বৃহস্পতিবারই রেটিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আড়াই বছর পর টেলিভিশনে তাঁর প্রত্যাবর্তন যে দর্শকদের মন জিতে নিয়েছে তা স্পষ্টই বুঝিয়ে দিচ্ছে এই সাফল্য।
এদিকে শোনা যাচ্ছে স্নেহাশিস চক্রবর্তীর জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ নাকি বন্ধ হওয়ার পথে। ফলে প্রশ্ন উঠছে নতুন সিরিয়ালটি কি আগেরটির বিকল্প হতে যাচ্ছে। তবে এই বিষয়ে স্বস্তিকা এখনই মুখ খুলতে নারাজ। তাঁর মতে, আগে দর্শকদের মনে জায়গা করে নেওয়াই প্রধান লক্ষ্য, তারপরই হবে উদ্যাপনের কথা।
‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র এই সাফল্যের কৃতিত্ব স্বস্তিকা দিয়েছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও পরিচালক সুকমল নাথকে। টেলিপাড়ায় যদিও অনেকে বলেন যে স্নেহাশিসের প্রযোজনা মানেই রেটিং তালিকার প্রথম পাঁচে অবস্থান। আবার কেউ কেউ এটিকে মজা করে মনোপলি ব্যবসাও বলেন। কিন্তু প্রযোজকের কথায়, তিনি ব্যবসা নয়, ভালবাসা থেকে এই কাজ করেন।
পরিচালক সুকমলের হাত ধরেই ‘জগদ্ধাত্রী’ দীর্ঘ হাজার পর্ব পেরিয়ে জনপ্রিয় হয়েছিল। নতুন ধারাবাহিকেও সেই সাফল্যের দায়িত্ব তাঁর কাঁধে। তিনি বলছেন, চাপ না থাকলে কাজের মজা থাকে না। রেটিং তালিকায় নিজস্ব সিরিয়ালের নাম না দেখলে নিজের কাজ নিয়ে সংশয় জাগে, তাই সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার বিদায়ে আর নতুন নায়িকার আগমনে বড়সড় ধাক্কার মুখে ‘চিরদিনই তুমি যে আমার!’ শিরিনকে কি সত্যিই গ্রহণ করতে পারবেন না দর্শকরা?
পরিচালকের মতে আড়াই বছর পর ফিরে স্বস্তিকা আরও পরিণত হয়েছেন। খুব অল্প সময় কাজ করেও তাঁর পরিবর্তন চোখে পড়েছে। তাই নতুন চরিত্র ‘বিদ্যা ব্যানার্জি’ দর্শকের মনে জায়গা করে নেবে, এমন আশা রাখছেন তিনি। আর সিরিয়ালটি আদৌ ‘জগদ্ধাত্রী’র বিকল্প হবে কি না, সেটি এখন সময়ই বলবে।
