জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘যারা নোংরা মানসিকতার, তাদের জন্য…’, স্বামীর সঙ্গে ছবি না দেওয়ার কারণ স্পষ্ট করলেন মানসী সেনগুপ্ত

বছর ঘুরতেই দ্বিতীয়বার মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। আগেই এক মেয়ের মা ছিলেন তিনি, এবার তাঁদের পরিবারে এসেছে পুত্রসন্তান অধ্যায়। কিন্তু সুখবরের মাঝেও থামেনি ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় বারবার তাঁকে লক্ষ্য করে ওঠে ব্যক্তিগত প্রশ্ন—স্বামী কোথায়, ছেলের বাবা কে, কেন কখনও একসঙ্গে দেখা যায় না—এসব জেরায় বিরক্ত হয়ে উঠেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে এই প্রশ্নগুলোর সরাসরি জবাব দেন মানসী। জানান, তাঁর ছেলে অধ্য়ায়ের পদবি তাঁর নিজের, মেয়ের পদবি বাবার। স্বামীকে কখনও সামনে না আনার কারণও স্পষ্ট করেন তিনি। বলেন, “যে কেউ সাক্ষাৎকারে জিজ্ঞাসা করলে বলি, কিন্তু সবার কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই। আমার স্বামী ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নন। তাঁকে আমি কখনোই বাধ্য করতে পারি না। সম্পর্ক যেমনই হোক, কাউকে জোর করে ছবি-ভিডিয়োতে আনা ঠিক নয়।”

মানসী আরও জানান, এমনকি মেয়েও ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ না করায় তিনি ভ্লগে মেয়েকে নেওয়া বন্ধ করে দিয়েছেন। তাঁদের প্রাইভেসিকে তিনি গুরুত্ব দেন। তাঁর কথায়, “যে আমার জীবনে থাকুক, সে আমার পার্টনার। তার ব্যক্তিগত জায়গাকে সম্মান দেওয়াই আমার দায়িত্ব।”

ট্রোলিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেন, “নোংরা মন্তব্যে কমেন্ট বক্স ভরে যায়। কিন্তু আমি উত্তর দিই না। যারা নোংরা মানসিকতার, তাদের কেন উত্তর দেব! আপনারা ট্রোল করবেন, করুন—আমার তাতে কিছু যায় আসে না।” মানসীর কথায় স্পষ্ট, নেতিবাচকতা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি।

আগেও জানিয়েছিলেন, কখনও কখনও স্বামীর সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল তাঁদের। এমনকি বিচ্ছেদের কথাও ভেবেছিলেন দু’জনে। পরে মেয়ের কথা ভেবে ঠিক করেন সম্পর্ক। এরপরই জন্ম নেয় ছোট্ট অধ্যায়। শেষ কথায় মানসী বলেন, “স্বামীর সঙ্গে ছবি দেব কি দেব না, এটা পুরোই আমার ব্যক্তিগত ব্যাপার। যাঁরা বাজে কথা বলেন, তাঁদের জন্য কেন এত গুরুত্ব দেব!”

Piya Chanda

                 

You cannot copy content of this page