জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Surya-Dipa: সুইমিং কস্টিউম পরে একসঙ্গে জলকেলি করছে সূর্য-দীপা! সেই দেখে চোখ কপালে মিশকা-উর্মির, অনুরাগের ছোঁয়ায় আসছে জমজমাট চমক

স্টার জলসা যে ধারাবাহিক টা আজ পর্যন্ত একবারও স্লট লিড সে হলো অনুরাগের ছোঁয়া। এরকম রেকর্ড অন্য কোন ধারাবাহিকের নেই যেটা অনুরাগের ছোঁয়ার আছে। এর আগে কড়িখেলাকে হারাতো এবং এর পরে লালকুঠিকে প্রতিবার হারিয়েছে। এই করতে করতে লাল কুঠি প্রায় শেষের দিকে চলে এসেছে তবু অনুরাগের ছোঁয়ায় এখনো প্রচুর গল্প বাকি আছে।

কার্তিকম দীপম গল্পতে যা দেখানো হয়েছিল আস্তে আস্তে সেই গল্পে ঢুকে পড়েছে এই ধারাবাহিকের বাংলা রিমেক। সূর্য আর দীপার মধ্যে ভুল বোঝাবুঝি হবে আর তারা আলাদা হয়ে যাবে তখন দীপার আর দীপার সন্তানের পাশে দাঁড়াবে লাবণ্য এবং তাদেরকে মানুষ করবে দীপা আর লাবণ্য মিলে। কিন্তু তার আগে এসব কী হচ্ছে?

একটা ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে দীপা একটা কালো রঙের ট্যাংক টপ আর নীল রঙের ডেনিম শর্ট পরে বসে রয়েছিস সুইমিং পুলের ধারে আর তার পাশে সুইমিং কস্টিং পরে বসে রয়েছে সূর্য! এই দেখে অবাক হয়ে যায় মিশকা আর উর্মি। দীপাকে এই অবতারে দেখে তো সবার চোখ কপালে।

আসলে আজকে সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্তের জন্মদিন। সে উপলক্ষ্যে দীপা স্বস্তিকা ঘোষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন দুটো ছবি পোস্ট করে তার মধ্যে একটি হলো এই সুইমিং কস্টিউম পরা ছবি। তাদের দুজনকে এই অবতারে দেখে ভীষণ চমকে গেছেন ভক্তরা কিন্তু আবার ভালোও লাগছে।

কবে কখন এই ছবি তোলা হল সেটা আমরা জানি না কিন্তু খুব সম্ভবত মনে করা হচ্ছে অনুরাগের ছোঁয়ার টীম সেই যে হানিমুনে ঘুরতে গেছিল আর সেখানেই অফ স্ক্রিন ছবি এটা।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page