Connect with us

  Bangla Serial

  ধুলোকণা ধারাবাহিকের তথাগত মুখার্জি ঠিক যেন ছোট পর্দার রঞ্জিত মল্লিক! একইরকম দৃশ্য! অঙ্কুরের ভূমিকায় উৎসাহিত দর্শক

  Published

  on

  Tathagata Ranjit Mallick

  অভিনেতা তথাগত মুখোপাধ্যায় টনি পাড়ার বিশেষ জনপ্রিয় এবং আলোচিত মুখ। রঞ্জিত মল্লিক কে এ নিয়ে আলাদা করে লেখার প্রয়োজন পড়ে না। এখন দর্শকরা দুজনকে তুলনা করছে। এইটুকু পড়লে সত্যিই অবাক হওয়ার মতো। তবে বাকি বিষয়টা পড়লে পুরোটাই জানতে পারবেন।

  স্টার জলসার এক জমজমাট ধারাবাহিক এবং জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ধুলোকণা। এই ধারাবাহিকে লালন এবং ফুলঝুরি মুখ্য চরিত্র হলেও ইদানিং একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে অঙ্কুর। এই চরিত্রে অভিনয় করছেন তথাগত মুখোপাধ্যায়। এর আগে ‘দেশের মাটি’, মোহর ধারাবাহিকে অভিনয় করে তথাগত দর্শকদের কাছ থেকে বিপুলভাবে প্রশংসিত হয়েছিলেন।

  খুব কম সময়ের মধ্যে এই চরিত্রে এসে দর্শকদের মন জয় করে ফেলেছেন তথাগত। এর কারণ অবশ্যই অঙ্কুরের চরিত্রগত বৈশিষ্ট্য। চড়ুই আর লালনের বিয়ের সময়ে ধারাবাহিকে আগমন ঘটে অঙ্কুর চরিত্রটির।

  ধারাবাহিকের মূল নায়িকা অর্থাৎ ফুলঝুরির জীবনের নতুন নায়ক হিসেবে আগমন ঘটেছিল তার। এমনকি সে ফুলঝুরিকে ভালোবেসে ফেলে। দুই বাড়ি থেকে বিয়ে নিয়ে কথাবার্তা হয়। তবে শেষ দিনে অর্থাৎ ঠিক বিয়ের দিন ধারাবাহিকে আসে নতুন টুইস্ট। সেই টুইস্ট আনে অঙ্কুর নিজেই।

  চড়ুই এবং তার মায়ের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে লালনের সঙ্গে ফুলঝুরির বিয়ে দিয়ে দেয় অঙ্কুর যা অবাক করেছে দর্শকদের। চরিত্রের এমন বলিষ্ঠ সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে দর্শকদের দ্বারা।

  ঠিক এই দৃশ্যের পরেই দর্শকরা তুলনা আনতে শুরু করেছে রঞ্জিত মল্লিকের সঙ্গে তথাগত মুখোপাধ্যায়ের। আসলে ৯০ এর দশকের একটি সিনেমায় রঞ্জিত মল্লিকের ঠিক এমনই একটি ভূমিকা ছিল। আর সেটা হুবহু মিলে গেছে এই ধারাবাহিকের সঙ্গে। তাই দর্শকরা লিখে দিয়েছে ‘ঠিক যেন ছোটপর্দার রঞ্জিত মল্লিক’।

  দর্শকদের বক্তব্য তথাগত সব ধারাবাহিকে নায়ক নায়িকাদের বিয়ে দিয়ে দেয়। তারপরেই তারা রঞ্জিত মল্লিকের সঙ্গে এই অভিনেতার তুলনা টেনেছে। এই তুলনায় অবশ্য খুশি তথাগত নিজে। তিনি একে নিজের সৌভাগ্য বলে দাবি করেছেন।