জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মনোহরায় চলছে ছেলে বনাম মেয়ে যুদ্ধ, দাদুর টিম বনাম ঠাম্মির টিমের লড়াই জমে উঠেছে! পরম সুন্দরী গানে জমিয়ে নাচবে ঠাম্মি-মিঠাই, ভাইরাল ভিডিও

মিঠাই ধারাবাহিকে এতই দুর্দান্ত সব পর্ব হচ্ছে যে টানা তিন সপ্তাহ ধরে আবার প্রথম স্থান দখল করে রেখেছে মিঠাই রানী। আজকের টিআরপি রেটিংয়েও মিঠাই প্রথম হয়েছে। বর্তমানে ধারাবাহিকের প্রবেশ করেছে দুই নতুন চরিত্র। যাদের নিয়ে মনোহরায় বেঁধেছে খণ্ডযুদ্ধ।

এসেছেন ললিতা আন্টি যে দাদাইয়ের বান্ধবী। তার মেয়ে অনুরাধা ও এসেছে এবং আশা করা যাচ্ছে যে অনুরাধার সঙ্গে খুব সম্ভবত সমরেশের বিবাহ হবে ভবিষ্যতে। তবে তার আগে ঠাম্মি যা শুরু করেছে তাতে ললিতা আন্টি নিজের মেয়েকে মনোহরায় বিয়ে দেবে কিনা সেটাই ভাবার কথা। টেস বুড়ির উস্কানিতে ঠাম্মি ললিতাকে নিয়ে দাদাইকে জড়িয়ে উল্টোপাল্টা ভাবছে।রিক্সা করে পেছনে ধাওয়া করেছে এবং মাঝরাস্তায় দাদাই কে প্রচুর অপমান করেছে ঠাম্মি তাও ললিতার সামনে। এই জিনিসটা ঠাম্মি একদম ঠিক করেনি, বলছেন নেটিজেনরা।

এখন আবার জানা গেছে যে রাজীব কুমার লিজা নামে এক মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছিলো যেটা জানতে পেরে গেছে নন্দা আর তারপরে অশান্তি শুরু করেছে সে।রাজীব কুমার কোন সংগত কারণেই গেছিল কিন্তু নন্দাকে সে জানায় নি সেটা আর নন্দা ভুল বুঝেছে। এবার বাপের বাড়ি এসে ছেলে বনাম মেয়ে টীম ভাগ হয়ে গেছে।

আগামী এপিসোডে আমরা দেখব ছেলেরা ঘন্টা বাজিয়ে গান গাইছে এবার কালী তোমায় খাব। আমি তখন বলছে যে আমরাও কম যাই নাকি শুরু করো। তারপর দেখা যাবে পরম সুন্দরী গানে সবাই নাচছে মেয়েরা। সব মিলিয়ে মনোহরাতে এখন মজার ছলে দেখানো হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তিকে। সকলের একটা বিষয় কিন্তু শেখা উচিত মিঠাই রানীর থেকে।

প্রিয়াঞ্জলিকে উচ্ছে বাবুর সঙ্গে দেখে মিঠাইয়ের খারাপ লেগেছিল ঠিকই কিন্তু সে এরকম সাইকোর মত ব্যবহার করেনি।নন্দা আর ঠাম্মি যা করছে সেটা একদম মানা যাচ্ছে না‌।তাদের উচিত মিঠাইয়ের থেকে শেখা যে নিজের পার্টনারের ওপর কিভাবে বিশ্বাস রাখতে হয়। ‌

Piya Chanda

                 

You cannot copy content of this page