জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিকৃষ্টতম নায়ক! দর্শকদের দাবি মানল চ্যানেল! বদলে যাচ্ছে ‘কার কাছে কই মনের কথা’র নায়ক

বিশাল হইচই, প্রচার করে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kache Koi moner kotha)। পাড়ার প্রতিবেশী বন্ধুদের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেওয়ার কথা ছিল এই ধারাবাহিকের মূল নায়িকা শিমুলের। আর পাড়ার প্রতিবেশী সেই বন্ধুরাও কিন্তু যে সে নয়! স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee) , বাসবদত্তা চ্যাটার্জীর (Basabdatta Chatterjee) মতো দাপুটে নায়িকারা অভিনয় করছেন সেই সব চরিত্রে।‌

কিন্তু আদৌ কি দর্শকদের মনোরঞ্জন করতে পারছে এই ধারাবাহিক? নেটিজেনরা বলছেন একেবারেই নয়। এই ধারাবাহিকটি মন খারাপ এবং অস্থিরতার এক বাতাবরণ তৈরি করেছে। কোথাও খোলা হাওয়া নেই। ‌ আর যার ফলে এই ধারাবাহিক দেখতে ভালো লাগছে না দর্শকদের। তারা রীতিমতো বিরক্ত এই ধারাবাহিকের ওপর।

একইসঙ্গে বিভিন্ন সময় শালীনতার সীমা অতিক্রম করে গেছে এই ধারাবাহিকটি আর সেই নিয়েও দর্শকদের অভিযোগের অন্ত নেই। এই ধারাবাহিকের বিভিন্ন পর্বে এমন সব ঘটনা দেখানো হয়েছে যা দেখে রীতিমতো রাগত দর্শকরা। পরিবারের সবাই মিলে এই ধারাবাহিক দেখা যায় না বলেও দাবি করেছেন অনেকেই।

ফুলশয্যার ফুল বিছানো খাটে মায়ের সঙ্গে ছেলের শুয়ে পড়া থেকে শুরু করে নতুন বউয়ের গায়ে হাত তোলা এমনকি জোরপূর্বক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো ঘটনা দেখিয়ে কার্যত দর্শকদের রোষের মুখে পড়েছে এই ধারাবাহিকটি। বিশেষ করে এই ধারাবাহিকের নায়ক পরাগকে একেবারেই সহ্য করতে পারছেন না দর্শকরা। দিনে দিনে তিনি দর্শকদের চোখে নায়ক থেকে খলনায়কে রূপান্তরিত হয়েছেন।

দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকের নায়ক পরিবর্তনের দাবি করছিলেন নেটিজেনরা। শোনা যাচ্ছিল দর্শকদের সেই দাবি নাকি পূরণ করতে চলেছে চ্যানেল জি বাংলা। সেই ঘটনা কি আদৌ সত্যি? না চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই দাবিগুলো করেছে এই ধারাবাহিকের বিভিন্ন ফ্যান পেজগুলি। তবে সত্যিকার অর্থে যদি এমন ঘটনা ঘটে তাহলে বোধহয় দর্শকরা ভীষণভাবেই খুশি হবেন।

Ratna Adhikary

                 

You cannot copy content of this page