জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বদলে যাচ্ছে সদ্য শুরু হওয়া কুসুমের মুখ? সম্পূর্ণটাই গুঞ্জন! থাকছেন তানিষ্কাই

জি বাংলার নতুন ধারাবাহিক ‘কুসুম’ (Kusum) শুরু হতেই নানা বিতর্কে জড়িয়েছে। ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে থাকা চরিত্র কুসুমকে নিয়ে নেটপাড়ায় চলেছে নানান আলোচনা, আর এই কুসুমের ভূমিকায় রয়েছেন নবাগতা অভিনেত্রী ‘তানিস্কা তিওয়ারি’ (Taniska Tiwari) । এর আগে শিশু শিল্পি হিসেবে বা পার্শ্ব চরিত্রে কাজ করলেও, এমন মুখকে মুখ্য ভমিকায় সুযোগ দেওয়ার চেষ্টাকে সাধুবাদ না জানিয়ে এই চরিত্রের উপযুক্ততা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

দর্শকদের একাংশের মতে, ‘কুসুম’-এর মতো একটি নারী কেন্দ্রিক ধারাবাহিকে প্রধান চরিত্রে এমন একজন অভিনেত্রী থাকা উচিত, যাঁর অভিনয়ে পরিণত ভাব থাকবে, যিনি চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে পারেন। কিন্তু তানিস্কার অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতি, সব মিলিয়ে তাঁকে কুসুম চরিত্রের উপযুক্ত বলে মনে করছেন না অনেকেই। সমাজ মাধ্যমে তানিস্কার অভিনয় নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন।

এই পরিস্থিতি সামাল দিতে চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতাদের মধ্যেও নাকি আলোচনার সূত্রপাত হয়েছে। ধারাবাহিকের ভবিষ্যৎ টিআরপি, দর্শকপ্রীতি বজায় রাখতে চাইছে চ্যানেল। আর সেই কারণেই সূত্রের খবর, নির্মাতারা কুসুম চরিত্রে মুখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। চরিত্রের প্রতি দর্শকের সংযোগ গড়ে তুলতে গেলে একটা বিশ্বাসযোগ্য মুখ জরুরি, এমনটাই মত পরিচালকেরও।

যদিও বাস্তবে এখনই এমন কোনও পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তবে গুজব জোরালো। এই গুঞ্জনের পেছনে দর্শকদের প্রতিক্রিয়াই মূল চালিকাশক্তি। অনেকেই মনে করছেন, তানিস্কা বয়সে অত্যন্ত ছোট, এবং তাঁর অভিনয় এখনো অপরিণত। ফলে প্রধান চরিত্র হিসেবে তিনি দর্শকদের মন ভরাতে পারছেন না। কুসুমের মতো সংবেদনশীল চরিত্রের জন্য এমন মুখকে দর্শক মানতে পারছে না বলেই এই চাপ তৈরি হয়েছে।

তবে সব বিতর্কের মাঝেও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকী তানিস্কাও মুখ খোলেননি এই ব্যাপারে। তবে ‘কুসুম’-এর ভাগ্য নির্ভর করছে দর্শকের চোখে মুখ্য চরিত্রের গ্রহণযোগ্যতার ওপর। আপাতত টেলিপাড়া তাকিয়ে আছে বদল আসবে, না কি সব গুজব মিথ্যে প্রমাণ করে তানিস্কাই থাকবেন ‘কুসুম’-এর আসল মুখ? ভবিষ্যতের কাছেই আপাতত এর উত্তর।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page