জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সার্থক অতীত! প্রেম করছে স্রোত! মনের মানুষকে নিয়ে কী বললেন ‘মিঠিঝোরা’র স্বপ্নিলা চক্রবর্তী? প্রেমের ক্ষেত্রে অভিজ্ঞতায় বড় হয়ে অভিনেত্রীকে কী উপদেশ দিলেন মৈনাক?

বাংলা সিরিয়াল জগতের নায়ক নায়িকাদের নিয়ে অনুরাগীদের মধ্যে যেমন চর্চা হয় তেমনই ধারাবাহিকের পার্শ্ব চরিত্রদের নিয়েও কম চর্চা হয় না সমালোচকদের মধ্যে। বর্তমানে জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকের রাই-অনির্বাণ-এর পাশাপাশি দর্শকদের মধ্যে একাংশ অনুরাগী এমনও রয়েছে যারা স্রোত-সার্থকদের পছন্দ করে।

এই মুহূর্তে স্রোত-সার্থকের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে আর এই নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা যাচ্ছে সব স্বপ্নিলা চক্রবর্তী এবং মৈনাক ঢোলকে। ইন্টারভিউতে দেখা যাচ্ছে, হাসি মজায় থাকতে আনন্দে মেতে উঠেছে স্রোত-সার্থক। এখন, ধারাবাহিকের দৃশ্যে এই জুটির মধ্যে দূরত্ব দেখা গেলেও অফস্ক্রিনের রসায়ন বেশ লক্ষণীয়।

Srot Sarthok

কথায় কথায় সাক্ষাৎকারে স্রোত কে নিয়ে অনবরত মশকরা করে যাচ্ছে সার্থক। তেমনি আবার, স্রোতও সার্থকের সঙ্গে মশকরা করার একটা সুযোগও ছাড়ছে না। এদিকে, ধারাবাহিকের দৃশ্যে দেখা যাচ্ছে আড়ালে আবডালে স্রোত সাহায্য করছে নীলুকে, যা খুবই অপছন্দ করছে স্বার্থক। সার্থকের মতে সমাজের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সে একেবারেই পছন্দ করে না।

সাক্ষাৎকারে এদিকে আবার কথায় কথায় স্বপ্নিলা মৈনাকের প্রেমজীবন নিয়ে প্রসঙ্গ তুলে সে জানায় মেয়েদের দেখার জন্যই মৈনাককে প্রায়শই নন্দনে দেখা যায়। তবে, মৈনাকের থেকে প্রেম কিংবা সম্পর্ক নিয়ে স্পষ্টভাবে কোনো কিছুই জানা যায়নি। এরপর, সাক্ষাৎকারী স্বপ্নিলাকে প্রেম নিয়ে জিজ্ঞাসা করলে বলে, সে এখনো পর্যন্ত কোনদিন কোন সম্পর্কে জড়ায়নি। তবে, আগামী দিনে যেই তার জীবনে আসুক না কেন তার সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকবে।

এরপর প্রেম কিংবা সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে সার্থক জানায়, কোনো কিছুতেই অত্যাধিক ভালো নয়। এই মুহূর্তে সে একেবারেই কাজে মনোযোগ দিতে চায়, বিয়ে কিংবা কোনো সম্পর্কেই জড়াতে যায় না। এরই মধ্যে আবার স্রোতকে মনের মানুষ কেমন হবে এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে বলে, একটু লম্বা হতে হবে আর সবথেকে ভালো তাকে বুঝতে হবে, পছন্দ অপছন্দের মধ্যে মিল থাকতে হবে।

Piya Chanda

                 

You cannot copy content of this page