জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৌমিতৃষা নয়, মিঠাই ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রথম বেছে নেওয়া হয়েছিল অন্য কাউকে! কে তিনি?

বর্তমানে বাঙালি বিনোদন প্রিয় দর্শকদের কাছে মিঠাই বিশেষ নাম। জি বাংলার এই ধারাবাহিক মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। দেখতে দেখতে এক বছরের বেশি হয়ে গেলো এই ধারাবাহিকের সম্প্রচারের। মিষ্টি তৈরিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পারিবারিক সিরিয়াল গতানুগতিক গল্পের থেকে অন্য গল্প নিয়ে তৈরি হওয়ায় মানুষের প্রিয় হয়ে ওঠে।

এখন দেখা যাচ্ছে মোদক পরিবারের কেউ ক্ষতি করতে চাইছে সেই সঙ্গে সে করবে সিদ্ধার্থের বড় ক্ষতি। অর্থাৎ একেবারে টানটান উত্তেজনা। কিন্তু আপনারা কি জানতেন যে মিঠাই হিসেবে সৌমীতৃষা নয়, নির্মাতারা এই সিরিয়ালে অভিনয়ের জন্য প্রথমেই বেছে নিয়েছিলেন আরেক জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐশ্বর্য সেনকে। স্টার জলসার ইচ্ছেনদী ধারাবাহিকে দেখা গেছে ঐশ্বর্যকে।

Aishwarya Sen While Swimming e1606894327493

কিছু কারণবশত তাকে মিঠাই এর চরিত্র থেকে বাদ দেওয়া হয় এবং তারপরে এই চরিত্র সৌমিকে দিয়ে দেওয়া হয়। এখন। বিষয়টি আমাদের কাছে অদ্ভুত কারণ এই চরিত্রে এখন মিঠাই ছাড়া আর কাউকে কল্পনা করা যায় না।

Piya Chanda

                 

You cannot copy content of this page