Connect with us

    Bangla Serial

    মেয়ে পাচারকারীদের হাতেনাতে ধরতে বা’ইজির নাচ নাচল মুকুট! ‘পর্ণার কনসেপ্ট টিআরপি হিট করতেই ওকে ঝেঁপে দিলি?’ খিল্লি করছে দর্শক

    Published

    on

    ২৭ মার্চ থেকে জী বাংলায় শুরু হয়েছে ‘মুকুট’ (Mukut)। রাত ৯টা ৩০ এর স্লটে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। যদিও ধারাবাহিকটি শুরু হলেও টিআরপিতে কোনওদিনই ভালো স্কোর করতে পারেনি। শোনা যাচ্ছে, পরপর তিন সপ্তাহ টিআরপিতে একদম তলানিতে থাকার ফলে ইতির খাতায় নাম লেখাতে চলেছে ‘মুকুট’। মাত্র ৫ মাসেই বন্ধ হয়ে যেতে পারে এই ধারাবাহিক। নতুন এই ধারাবাহিক মাত্র কিছুদিনেই স্লট হারায়। উক্ত ধারাবাহিকে জুটি বাঁধছেন শ্রাবণী ভুইয়াঁ ও অর্ঘ্য মিত্র। নতুন মেগার গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী। এই ধারাবাহিক। রাত ৯টা ৩০ এর স্লটে সম্প্রচারিত হয় ‘মুকুট’।

    শেষের পথে মুকুট

    ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে এসেছে এই ‘মুকুট’। তবে এবার চ্যানেল পড়ল সমস্যায়। জি বাংলায় আসতে চলেছে আরও এক নামকরা প্রোডাকশনের তরফে একটি ধারাবাহিক। উক্ত ধারাবাহিকে প্রধান নায়িকার রোলে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী হিয়া মুখার্জিকে। তবে সমস্যা হল নতুন এই ধারাবাহিকটি এলে বন্ধ হতে হবে ‘মুকুট’কে। কারণ বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি খুব কম। তাই এই স্লটেই আসবে নতুন ধারাবাহিক।

    টিআরপি বাড়াতে গল্পের নতুন ট্যুইস্ট

    তবে এতো তাড়াতাড়ি একটি ধারাবাহিক বন্ধ হবে শুনে অনেকেই অবাক। আর একথাই স্পষ্ট করে চ্যানেল ‘মুকুট’এর লেখক সুস্মিত মুখার্জীকে প্রথমে জানাতে পারছিল না। পরে যদিও চ্যানেল বলেন, যদি কিছুদিনের মধ্যে ধারাবাহিকের টিআরপি না বাড়ে, তাহলে সিরিয়ালটি বন্ধ করে দিতে বাধ্য হবে। তাই বর্তমানে ‘মুকুট’ পরিচালকের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ। ‘মুকুট’কে টিআরপিতে ৫+ স্কোর করেত হবে। আর না হলে অগাস্টে চ্যানেল এই সিরিয়াল শেষ করতে বাধ্য হবে। তাই তারা প্রোডাকশন উঠেপড়ে লেগেছে নিজেদের টিআরপি বাড়ানোয়। গল্পের একের পর এক আসতে থাকছে ট্যুইস্ট।

    tollytales whatsapp channel

    সামাজিক ন্যায়বিচারে মুকুট

    ৫+ না হলেই শেষ হবে ‘মুকুট’, সেকথা মাথায় রেখেই গল্প পরিবেশন চলছে। ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, অপূর্ব ঘোষের মতো অভিনেতারা। টিআরপিতে ভালো স্কোর না করলেও কাস্টিং-এ বেশ জনপ্রিয় এই সিরিয়াল। প্রোমো থেকেই জানা গিয়েছিল, ‘মুকুট’ ধারাবাহিকে ব্যক্ত হবে একজন প্রতিমাশিল্পী মেয়ের গল্প। মুকুট রায়ানকে বিয়ে করে যে সামাজিক ন্যায়বিচারের একজন উৎসাহী উকিল এবং নারী পাচারের বিরুদ্ধে লড়াই করে। মুকুট একজন স্পেশাল টাস্ক ফোর্স। তবে শ্বশুরবাড়ির কেউ সেটা জানে না। মুকুট বিয়েও করেছিল নারী পাচারের আসল দোষীকে ধরার জন্য। এবার রায়ানের সামনে আসতে চলেছে গল্পের নতুন মোড়।

    দুর্ধর্ষ পর্ব ফাঁস

    ইতিমধ্যে মুকুট নারী পাচারে যুক্ত অনেকের মুখোশ সামনে এনেছে। আমরা জানি, যে শ্বশুরবাড়িতে বিয়ে করে এসেছে মুকুট, সেখানেই রয়েছে নারী পাচারের সঙ্গে যুক্ত প্রধান সূত্র। ইতিমধ্যে মুকুটের হাতে এসেছে নিকুঞ্জ মুখার্জি। যার মাথায় বন্দুক ঠেকিয়ে মুকুট মেরে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে নিকুঞ্জও মুকুটকে একই হুমকি দেয়। এবার মুকুট নারী পাচারে যুক্ত আরও রহস্য ভেদ করতে মহড়ায় নৃত্য পরিবেশন করতে লাগল। আর তখন উপস্থিত হয় রায়ান। মুকুটের সঙ্গে থাকা অফিসারের থেকে জানতে পারে মুকুট একজন স্পেশাল টাস্ক ফোর্স। তবে কি এবার মুকুটের পরিচয় সকলে জেনে যাবে? আসছে বড় ট্যুইস্ট।