জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় দারুন খবর! ফের ছোটপর্দা কাঁ’পা’তে ফিরছেন সবার প্রিয় মেয়েবেলার ডোডো দা! নায়িকা চরিত্রে বিরাট চমক!

সান বাংলা (Sun Bangla) বা কালার্স বাংলা (Colors Bangla) হোক কিংবা জি বাংলা (Zee Bangla) বা স্টার জলসা (Star Jalsha), একের পর এক নতুন ধারবাহিক নিয়ে আসছে বাংলার জনপ্রিয় চ্যানেলগুলি। সঙ্গে ফিরছেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় তারকারা। বর্তমানে টিআরপির দৌড়ে পিছিয়ে পড়া ধারাবাহিকগুলোকে পর্দা থেকে বিদায় দিয়ে বাংলার বড় বড় চ্যানেলগুলি নিয়ে আসছে নতুন ধাঁচের গল্প। ইতিমধ্যেই জানা গেছে খুব শীঘ্রই একদম ভিন্ন রূ’পে তারা আসবেন নতুন নতুন ধারাবাহিক নিয়ে।

আবার সম্প্রতি জানা গেছে স্টার জলসায় আসছে বেশি কয়েকটি জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। তাঁর মধ্যে রোশনাইয়ের প্রোমো ইতিমধ্যেই মু’ক্তি পেয়েছে পর্দায়। ২৫শে এপ্রিল থেকে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের সময় অর্থাৎ রাত সাড়ে ৮ টায় পর্দায় সম্প্রচারিত হবে রোশনাই। ধারাবাহিকে মু’খ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীকে। এছাড়াও সুরিন্দর ফিল্মস তাদের জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদের কাহিনীতে ইতি টেনে নিয়ে আসছেন তাদের নতুন ধারাবাহিক ভক্তির সাগর। এই ধারাবাহিকের মাধ্যমে আবার ফিরছেন বউ কথা কও খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাস।

তবে শুধু কালার্স বাংলা বা স্টার জলসাই নয়, পিছিয়ে নেই জি বাংলাও। ইতিমধ্যেই ব্লুজ প্রোডাকশন হাউজ এবং অর্গানিক স্টুডিওর ধারাবাহিক যোগমায়া এবং অষ্টমী দারুণ জনপ্রিয়তা পেয়েছে পর্দায়। জানা গেছে, এই দুটি প্রযোজনা সংস্থা ছাড়াও আরও বেশ কয়েকটি জনপ্রিয় প্রযোজনা সংস্থা তাদের নতুন ধারাবাহিক নিয়ে আসছে জি বাংলায়। সেই প্রযোজনা সংস্থাগুলির মধ্যে সুব্রত রায় প্রোডাকশন হাউজ এবং বাংলা টকিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা টকিজের ধারাবাহিক মন দিতে চাই বর্তমানে সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় এবং অরুণিমা হালদার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রব দে, নন্দিনী চট্টোপাধ্যায়, অনামিকা সাহা সহ জনপ্রিয় টেলি তারকারা। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে তিতির এবং দাম্ভিক স্বভাবের নারী বিরোধী সোমরাজের খুনসুটি, ভালোবাসায় ভরা প্রেমের কাহিনী দর্শকদের মন জয় করেছিল দ্রুতই। বরাবর রাত সাড়ে ১০টার স্লটে রাজত্ব করে এসেছে ধারাবাহিকটি। বতমানে দিনে দিনে কমতে ধারাবাহিকের টিআরপি ফলেই মন দিতে চাইকে সরিয়ে জি বাংলা নিয়ে আসছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক।

আরও পড়ুনঃ মা-বোনের চক্রান্তের শিকার রাই! মায়ের হাতে চড় খেয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল রাই! কী করবে অনির্বাণ?

জানা গেছে, আসন্ন এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীতমা মিত্র। অভিনেত্রী ‘উমা’ ধারাবাহিকে খ’লচরিত্র ভীষণ মন জয় করেছিল দর্শকদের। শেষবার অভিনেত্রীকে দেখা যায় বাংলা টকিজের ধারাবাহিক ‘মন দিতে চাই’ ধারাবাহিকে। জানা গেছে আসন্ন ধারাবাহিকে মুখ্য অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও সংবাদ সূত্রে জানা গেছে আসন্ন ধারাবাহিকে শ্রীতমার বিপরিতে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলার ডোডো দা অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষালকে। তাহলে আপনারা কতটা উৎসাহী অভিনেতা অর্পণকে ফের ছোট পর্দায় দেখার জন্য।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page