জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: জয় মা জগদ্ধাত্রীর! প্রথমবার টপার, দর্শকদের স্বপ্ন পূরণ করলো জগ্গু, মিঠাইয়ের দর্শকরাও কি তাহলে চলে গেলো জগ্গুর দলে?

বৃহস্পতিবার হলেই দর্শকদের মন উত্তাল হয়ে ওঠে যে কখন ফলাফল আসবে টিআরপি। আর কোন ধারাবাহিকের কী অবস্থা হবে। এই টিআরপি ফলাফল দেখে নির্ণয় করা যায় কোন ধারাবাহিকের ভবিষ্যৎ অন্ধকার আর কোন ধারাবাহিক তরতর করে এগিয়ে চলেছে।

এই সপ্তাহের ফলাফল চলে এলো হাতে। আর এবারে একেবারে চমকে যাওয়া রেজাল্ট করেছে জগদ্ধাত্রী। এই প্রথমবার সে সেরা ৫ এর তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিতে পেরেছে। হ্যাঁ, তাই এবার বেঙ্গল টপার হয়ে গেলো জগ্গু দিদি। বহু সপ্তাহ ধরে দর্শকরা অপেক্ষায় ছিল যে কবে তাদের সম্মান রক্ষা করতে পারবে তাদের প্রিয় জগ্গু। এবার তাদের সম্মান রক্ষার সাথে সাথে যাদের সেই স্বপ্ন পূরণ করে দিল সিরিয়াল।

তবে এর পাশাপাশি দেখা গেল ৫৬ সপ্তাহ ধরে সেরা হয়ে থাকা মিঠাই আস্তে আস্তে তার জায়গা হারাচ্ছে। বিগত দুই সপ্তাহ ধরে মিঠাই ৬ নম্বর স্থানে রয়েছে। ফলে নতুন কোন চমক আসলেও যে দর্শকরা এবার মিঠাই থেকে আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন তো মিঠাই ভক্তদের মনে একটা আশঙ্কা ধরে গেছে যে বেশ কিছু সংখ্যক মিঠাই ভক্তরা কি সৌমীতৃষার হাত ছেড়ে জগ্গুর দলে চলে গেলো?

এই সপ্তাহের বাংলার সেরা ৫:

১ম •• জগদ্ধাত্রী (৮.০)
২য় •• অনুরাগের ছোঁয়া (৭.৯)
৩য় •• ধুলোকনা (৭.৩)
৪র্থ •• আলতা ফড়িং (৭.১)
৫ম •• খেলনা বাড়ি | এক্কা দোক্কা (৬.৭)

Nira

                 

You cannot copy content of this page