Connect with us

Bangla Serial

‘আমার দিদি নীপা ভীষণ ন্যাকা, বাড়িতে কোনো কাজ করে না পিলু’, দিদি নম্বর ওয়ানে এসে অভিনেত্রীদের পর্দা ফাঁস করে দিল তাদের বোনেরা! হেসে কুটিপাটি রচনা

Published

on

Didi No. 1 Oindrila Megha

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো দিদি নং ওয়ান। দশ বছর হয়ে গেল দিদি নং ওয়ানের সম্প্রচার হচ্ছে। কিন্তু এখনো একে টক্কর দেওয়ার মত কোন গেম শো কেউ আনতে পারেনি। তাই এই ফিল্ডে রচনা একাই রোজ ছক্কা হাঁকিয়ে যান। দিদি নং ওয়ানে আসেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলা প্রতিযোগী তারা তাদের জীবনের গল্প বলেন।এছাড়াও মাঝে মাঝে সেলিব্রিটিরা আসেন তবে মজা হয় সেই সময় যখন সেলিব্রিটিদের পরিবারের লোকেরা আসে সেলিব্রিটিদের সঙ্গে।

এই এপিসোডগুলোতে সেই সেলিব্রিটিদের জীবনের বিভিন্ন অজানা কাহিনী আমরা জানতে পারি।আজকে যেমন জি বাংলার ধারাবাহিকের বেশকিছু নায়িকা আসবেন দিদি নং ওয়ান এর আজ বিকালে অনেক অজানা কথা আমরা জানতে পারব আমাদের প্রিয় সেলিব্রিটিদের সম্পর্কে।

আজকে আসবে নীপা আর পিলু। সঙ্গে থাকবে তাদের বোনেরা। আর এই বোনেরাই নিজের দিদির সম্বন্ধে সমস্ত অজানা ও মজাদার তথ্য ফাঁস করে দেবে রচনা সামনে যা শুনে রচনা হেসে কুটিপাটি খাচ্ছেন। প্রথমে আসা যাক পিলুর কথায়। মেঘার বোনের নাম সুলগ্না এবং তিনি এসে দিদিকে জানিয়ে দেবেন যে পিলু বাড়িতে কোন কাজ করে না। যা শুনে অবাক হয়ে যাবে মেঘা আর বলবে তুই এসব কী বলছিস? রচনা সেই শুনে হাসিতে ফেটে পড়বেন।

অন্যদিকে নীপা অর্থাৎ ঐন্দ্রিলার বোন ঐন্দ্রাক্ষীকে যখন রচনা ব্যানার্জি জিজ্ঞাসা করবেন যে, দিদিকে কেমন লাগে টিভিতে দেখতে তখন সে বলবে দিদি এত ন্যাকামি করে সিরিয়ালে যে পারাই যায় না। সেই শুনে হেসে ফেলবেন রচনা। আজ বিকেল পাঁচটায় মজাদার এপিসোড হতে চলেছে দিদি নং ওয়ানে।