Tollywood

যমুনা ঢাকির শুটিং শেষ, দেবের সঙ্গে সিনেমায় কাজ করার আগে বাবা মাকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন শ্বেতা ভট্টাচার্য! ‘এভাবেই পরিবারকে ভালোবাসো’, বলছেন নেটিজেনরা

আর মাত্র কয়েকটা দিন তারপরে ৬৭৫ এপিসোড দিয়ে শেষ হয়ে যাবে যমুনা ঢাকি। মানুষ মিস করবে যমুনাকে আর সেইসঙ্গে ছোটপর্দা থেকে বিদায় নিচ্ছেন শ্বেতা‌। কিছুদিন আগেই এই খবর বেরিয়ে ছিল সংবাদ মাধ্যমে। সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে আপাতত ছোট পর্দায় কোন কাজ করবেন না শ্বেতা ভট্টাচার্য।

তিনি এখন যাচ্ছেন সিনেমা করতে। অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করবেন শ্বেতা‌।প্রথম ছবিতেই এত বড় ব্রেক ভাবাই যায়নি। তবে শ্বেতা ভট্টাচার্য একদম অন্যরকম।এর আগে অনেক ছবির কাজ কিন্তু তিনি পেয়েছিলেন সিরিজেও তাকে ডাকা হয়েছিল কিন্তু শুধুমাত্র স্লিভলেস ও ছোট পোশাক পরতে হবে বলে তিনি যাননি।এছাড়াও ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না বারবার বলে দিয়েছেন আর ইন্ডাস্ট্রিতে এত কিছু বাঁধা নিষেধ মেনে কাজ পাওয়াটা সত্যিই সুবিধাজনক নয়। তবে প্রতিভা থাকলে সব সম্ভব তাই আজ দেবের বিপরীতে নায়িকা হচ্ছে শ্বেতা।

দীর্ঘদিনের টানা ক্লান্তিকর শুটিং শেষ, নতুন ছবিতে কাজ করার আগে হাতে পেয়েছেন অনেকটা সময় আর সেই জন্য পরিবারকে নিয়ে এবার তিনি বেড়াতে গেলেন পাহাড়ে। শ্বেতা নিজের বাবা-মা এবং দিদিকে ভীষণ গুরুত্ব দেন। তার দিদি তনুশ্রী ভট্টাচার্যও টলিপাড়ার চেনা মুখ। তিনি একা ছুটি কাটাতে যাবেন সেটা তো আমরা যারা শ্বেতাকে চিনি তারা কেউ ভাবতেও পারি না।

সেজন্যেই বাবা মাকে নিয়ে বেড়াতে গেলেন পাহাড়ে। খুব সম্ভবত মনে হচ্ছে তিনি লাভাতে গেছেন। সেখানে এক মনাস্ট্রিতে তিনি ছবি তুলেছেন। তার বাবা-মাকেও আমরা দেখতে পাচ্ছি ছবিতে।সকলেই ভীষণ খুশি কারণ এত সিনিয়র অভিনেত্রী হয়েও তিনি বাবা-মার সঙ্গে থাকেন এবং বাবা-মাকে ভীষণ গুরুত্ব দেন। যেটা আজকের প্রজন্মের নতুন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকটাই বিরল। ‘তুমি এরকমই থাকো শ্বেতা’, বলছেন তার একনিষ্ঠ অনুরাগীরা।

Piya Chanda