জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টেলিভিশন পর্দায় কামব্যাক করবেন ‘গাঁটছড়া’ খ্যাত অংশুমান! এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘গাঁটছড়া’ (Gatchora)। এই ধারাবাহিকে জুটি বাঁধছিলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় আর অভিনেতা গৌরব চ্যাটার্জী। জলসার অন্যতম হিট মেগা ছিল এটি। ধারাবাহিকে খড়ির ছেলে অংশুমানের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আর্য দাশগুপ্ত (Arya Dasgupta)

টেলিভিশনে জুটি বাঁধছেন আর্য ও বিয়াস‍!

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক অনেকদিন ধরেই দর্শকদের মনোরঞ্জন করেছে। সোলাঙ্কি ও‌ গৌরবের এই ধারাবাহিক অচিরেই দর্শক মহলে সাড়া ফেলেছিল। তবে গাঁটছড়া থেকে বিদায় নিয়ে বড় পর্দায় ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। অন্যদিকে, গৌরব ফেরেন নতুন মেগা ‘তেঁতুলপাতা’ নিয়ে।

এই ধারাবাহিকি অংশুমানের চরিত্রে অভিনয় করা আর্য দাশগুপ্ত ছোটপর্দার থেকে বড়পর্দাতেও কাজ করেছেন। তবে এবার ফের নতুন ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা। নায়ক হয়েই পর্দায় আসছেন তিনি। আকাশ আট চ্যানেলে সম্প্রচারিত সাহিত্যের সেরা সময়ের আসছে নতুন সংযোজন। আর এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে থাকেবন আর্য।

আর এবার শোনা যাচ্ছে যে, ধারাবাহিকে আর্যের বিপরীতে দেখা যাবে টেলিভিশনের ‘কড়িখেলা’ ধারাবাহিকের সৃজা ওরফে অভিনেত্রী বিয়াস ধর। যিনি এর আগে ‘সৌদামণির সংসার’, ‘করুণাময়ি রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

তবে, কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনে জমিয়ে প্রেম করছেন অভিনেতা। জি বাংলার হিট মেগা ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেত্রী আরত্রিকা মাইতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আর্য। চলতি বছর দশমীর দিন রংমিলন্তি পোশাকে বিজয়া জানিয়েছেন তারকা জুটি। জুটির ছবি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাড়ছে উত্তেজনা।

Piya Chanda

                 

You cannot copy content of this page