জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দ্বিতীয়বার বাবা কাঞ্চন মল্লিক! শ্রীময়ীর কোলজুড়ে এল নতুন অতিথি! কি বললেন প্রাক্তন বউ পিংকি?

টলিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) আবারও বাবা হয়েছেন। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কোলজুড়ে এসেছে তাঁদের প্রথম কন্যাসন্তান। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে কাঞ্চন জানালেন, তাঁদের জীবনে কন্যা কৃষভি আসায় সব যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। কালীপুজোর সময়ে এই ছোট্ট অতিথির আগমনে তাঁদের আনন্দ যেন ভাষায় প্রকাশ করা যায় না। কাঞ্চন বলেন, “আমরা মেয়েই চেয়েছিলাম। বাঙালি পরিবারে অনেক কিছু নিয়ম মানতে হয়, তাই এতদিন খুশির খবরটা শেয়ার করিনি। আজ শ্রীময়ীর কিছু সমস্যা হওয়ায় চিকিৎসক সিজার করার পরামর্শ দেন, আর সেখান থেকেই এই আনন্দঘন মুহূর্ত।”

kanchan Sreemoyee Pinki

কাঞ্চনের প্রাক্তন স্ত্রীর প্রতিক্রিয়ায় খুশি এবং শুভেচ্ছা!

কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়ার খবরে খুশি হয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল বিধায়কের মেয়ের খবর পেয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় পিঙ্কি জানান, “আমি খুব খুশি। অনেক শুভেচ্ছা গোটা পরিবারকে।” পিঙ্কি আরও বলেন, “মা ও মেয়ে দুজনেই যেন সুস্থ থাকে।” তাঁর শান্ত, শুভেচ্ছাপূর্ণ এই প্রতিক্রিয়া সকলের কাছে একটি ইতিবাচক বার্তা হয়ে ধরা দিয়েছে। কাঞ্চনের প্রথম পক্ষের ছেলের ওপর এই খবরের কোনো প্রভাব পড়বে না বলেও স্পষ্ট করেন পিঙ্কি।

কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে নতুন করে সাজানো সংসারে এসেছে এই নতুন অতিথি। চলতি বছরের ফেব্রুয়ারিতে পিঙ্কির সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয়, তারপর শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। ১৪ ফেব্রুয়ারি তাঁদের আইনি বিয়ে হয়, এবং ২ মার্চ সামাজিক বিয়ের পর্ব সম্পন্ন হয়। খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা দুই থেকে তিন হয়ে গেলেন। প্রথমবারের মতো মেয়ের বাবা হওয়ার অনুভূতি কাঞ্চনের জন্য বিশেষ কিছু।

মেয়ে কৃষভির আগমনে কাঞ্চন-শ্রীময়ীর জীবনে খুশির জোয়ার এসেছে। কাঞ্চন বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কালীপুজোর সময়ে ঘরে কন্যা আসা যেন এক বড় আশীর্বাদ।” কাঞ্চনের সামাজিক মাধ্যমে শেয়ার করা এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। পরিবার, বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুরাগীরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

কাঞ্চনের এই নতুন জীবন যেন এক নতুন স্বপ্নের মতো। শ্রীময়ী ও কাঞ্চনের সংসার শুরু হয়েছিল নানা বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে। তবে এখন তাঁদের জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ, স্বস্তি, আর নতুন দায়িত্বের বোধ স্পষ্ট। কাঞ্চনের জীবনের এই নতুন অধ্যায় শুধু তাঁদের নয়, টলিউডের অনুরাগীদের জন্যও আনন্দের বার্তা হয়ে ধরা দিয়েছে।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page