জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুরন্ত গতিতে টিআরপিতে শ্রেষ্ঠ নম্বর নিয়েই শেষের দিকে এগোচ্ছে নিম ফুল ❗ ইঙ্গিত নায়কের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ইতিমধ্যেই ৭০০ পর্ব অতিক্রম করেছে এবং টিআরপিতে দাপট দেখাচ্ছে। এই ধারাবাহিকে রুবেল দাস ও পল্লবী শর্মার অভিনয়ে মুগ্ধ দর্শকরা পর্ণা-সৃজনের কাহিনিতে মজে রয়েছেন। মিঠাইয়ের মতো জনপ্রিয় মেগাকে রাত ৮টার স্লট থেকে সরিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াটা সহজ কাজ ছিল না, কিন্তু বাবু ও তার পরিবারের গল্প সেই কঠিন কাজটি সাফল্যের সঙ্গেই করেছে। কিন্তু হঠাৎ স্লট বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্যানেরা।

নিম ফুলের মধুর সম্প্রচারের সময় রাত ৮টা থেকে সন্ধ্যা ৬টায় বদলে যাওয়ায় দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পুজোর আগে ধারাবাহিকটি বন্ধ হওয়ার আশঙ্কা করা হলেও, সেটি চলতে থাকলেও সময় পরিবর্তনের বিষয়টি তাদের কষ্ট দিয়েছে। তবুও টিআরপি তালিকায় ‘ফুলকি’র সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’। এই সাফল্যের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন সৃজন চরিত্রে অভিনয় করা রুবেল দাস।

‘নিম ফুলের মধু’-র স্লট বদল নিয়ে কি বললেন রুবেল?

এক সাক্ষাৎকারে রুবেল জানিয়েছেন, “স্লট বদল সম্পূর্ণ চ্যানেলের সিদ্ধান্ত। এতে আমাদের কোনো হাত নেই। তবে এত বাধার মাঝেও শীর্ষস্থান ধরে রাখা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।” অভিনেতা আরও বলেন যে গল্প শেষের পথে থাকলেও দর্শকের ভালবাসা তাদের কাছে অমূল্য। ধারাবাহিকটির বেশ কিছু চরিত্র ইতিমধ্যেই অন্য সিরিয়ালে চলে গিয়েছে, যা গল্পের শেষকে আরও বাস্তবসম্মত করে তুলেছে।

‘নিম ফুলের মধু’র বর্তমান ট্র্যাক দর্শকদের উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গল্পে দেখা যাচ্ছে, ইশার চক্রান্তে পর্ণা ও সৃজন তাদের সন্তানকে হারিয়েছেন। ইশা পর্ণার মেয়েকে কিডন্যাপ করে দেশের বাইরে পাচারের চেষ্টা করছে। এই চমকপ্রদ প্লট দর্শকদের টানছে এবং পর্ণা কীভাবে তার মেয়েকে রক্ষা করবে, সেটাই এখন গল্পের মূল আকর্ষণ।

ধারাবাহিকটির গল্প শেষের দিকে এগোচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন রুবেল। জি বাংলায় নতুন দুটি ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ ও এসভিএফের নতুন সিরিয়াল আসছে, তাই ‘নিম ফুলের মধু’র জায়গা পরিবর্তন বা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতারা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি, কারণ দর্শকের ভালবাসা ও টিআরপি তালিকায় প্রথম স্থানে থাকা গল্পটি বন্ধ করা সহজ নয়। ‘নিম ফুলের মধু’র দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে ফ্যানেরা তাদের ভালবাসা দিয়ে মেগাটিকে শীর্ষে নিয়ে চলেছেন।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page