জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আসছে শীত, জমে উঠুক সন্ধ্যেগুলো! বানান ঝাল ঝাল শুকনো মরিচ মুরগির ধামাকা রেসিপি

বেশি তেল মশলা দিয়ে রান্না করলেই যে স্বাদ ভালো হবে এমন কোনও কথা নেই। অনেক সময় অল্প তেল মশলাতেও দুর্দান্ত রান্না হতে পারে। আজ রইল এমন কিছু মুখোরোচক রেসিপি (Recipe)। আজ রইল এমনই এক পদের খোঁজ। মরিচ মুরগি (Marich Murgi)

কী কী উপকরণ লাগবে?

চিকেন, নুন, হলুদ, গোলমরিচ, রসুনবাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, চালেরগুঁড়ো, তেল ও মাখন।

কীভাবে বানাবেন?

প্রথমে চিকেনের সলিড পিসগুলো পাতলা করে কেটে নিন। এবার এতে নুন, হলুদ, গোলমরিচ আর রসুনবাটা মাখিয়ে রাখুন। অন্তত দু’ঘণ্টা মাখিয়ে অপেক্ষা করুন। রান্নার আগে প্রতিটা পিসে সমান পরিমাণ কর্নফ্লাওয়ার ও ময়দা দিন। মুচমুচে ভাব আনতে সঙ্গে কয়েক চামচ চালেরগুঁড়োও দিতে পারেন।

কড়াইতে বেশ খানিকটা তেল ও মাখন গরম করুন। এরপর এতে চিকেনের পিসগুলো দিয়ে দিন। চড়া আঁচে ৫-৬ মিনিট ভাজুন। খুব বেশি সময় নিয়ে ভাজবেন না। এতে ছিবড়ে হয়ে যাবে। ব্যস! তৈরি মরিচ মুরগি। সন্ধ্যেবেলার আড্ডা বা ডিনারে রুটির সঙ্গে জমে যাবে এই রান্না।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page