কথায় আছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’ অর্থাৎ আজকের দিনে এমন অনেক মহিলারা রয়েছেন যাঁরা বাইরের জগতের সঙ্গে নিজের পারিবারিক জগতকে সমানতালে সামলে চলেছেন। আর, এমন কিছু মহিলাদেরই বাংলার দর্শকেরা দেখতে পায় জি বাংলার দিদি নং. 1 (Didi No.1)-এর মঞ্চে।
‘দিদি নং. 1’ বাংলার এমন একটা শো, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা এসে নানা খেলা এবং নিজেদের জীবন কাহিনীর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। আর, এই শোতে প্রতিযোগিদের দুঃখ কষ্টের গল্প শুনে যেমন দর্শকদের চোখ জলে ভরে ওঠে আবার তেমনই কারোর কারোর কার্যকলাপে যে কারোর পেটে হাসির খিল ধরতে বাধ্য।
সম্প্রতি, দিদি নং. 1-এর নতুন একটি প্রমো মন জয় করেছে দর্শকদের। আর এই প্রমোর মাধ্যমে জানতে পারা গেল, আগামী শনিবার রচনার মঞ্চে অতিথি হয়ে আসছে টেলি জগতের জনপ্রিয় তারকারা। থাকছে চাঁদনী সাহা, দিয়া মুখার্জি এবং আরো অনেকে।
তবে, দিদি নং. 1-এর নতুন প্রমোতে দেখা গেলো এক মজাদার ঘটনা। মসলা চেনার খেলায় অবাক কান্ড ঘটালেন চাঁদনী। এই শোয়ের খেলার প্রথম পর্বেই গন্ডগোল করে বসলেন অভিনেত্রী। এদিন শো এর সঞ্চালিকা অর্থাৎ রচনা তাকে জিজ্ঞাসা করে, ‘চাঁদনি রান্নাবান্না শিখছিস?’ উত্তরে অভিনেত্রী বললেন, ‘চিকেন রেজালা দারুণ বানাই। মাটনও পারি’।
এতকিছু শোনানোর পরে অভিনেত্রীকে যখন মসলা চেনার খেলায় রচনা ডাকলেন তখনই সব ঘেঁটে ঘ করলেন চাঁদনী।গোলমরিচকে দেখে গোটা জিরে বলে বসেন অভিনেত্রী। আর এই শুনে হেসে গড়িয়ে পড়লেন সকলেই। চাঁদনীর মশলা চেনার রকম দেখে রচনা বললেন, ‘কত কিছু বলল সব মিথ্যা’।
আরও পড়ুনঃ সহ্যসীমার বাঁধ ভাঙল পারুলের! শিরীনকে বুঝিয়ে দিল কত ধানে কত চাল! ‘পরিণীতা’-তে পারুলের রুদ্ররূপ দেখল বসু বাড়ি!
তবে, অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেক দর্শকের হাস্যকর লাগলেও কেউ কেউ এই ভিডিওর সমালোচনাও করেছেন। অনেক দর্শকের মতে, অভিনেত্রী সামান্য মসলা চেনেন না এদিকে তিনি বলছেন নানা রকমের রান্না পারেন। দিদি নং. 1-এ এসে এমন মিথ্যে কথা বলার দরকারইবা কি ছিল যাতে সবার সামনে ধরা পড়তে হয়।