জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সহ্যসীমার বাঁধ ভাঙল পারুলের! শিরীনকে বুঝিয়ে দিল কত ধানে কত চাল! ‘পরিণীতা’-তে পারুলের রুদ্ররূপ দেখল বসু বাড়ি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) এবার এক নতুন রুপে পারুলকে দেখতে চলেছে সকলে। টগর উদ্ধার পর্বে পরুলকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে ইতোমধ্যে গুরুতর পর্যায়ে রায়ান, অন্যদিকে পারুলকে দোষারোপ করে বসু বাড়ির সবাই রায়ানকে কলকাতায় নিয়ে চলে আসে। এবার প্রশ্ন পারুল আর রায়ানের সম্পর্ক কি সত্যিই শেষ? নাকি ভাগ্য তাদের নতুনভাবে মুখোমুখি করবে?

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, রায়ানকে দেখতে বসু বাড়িতে পৌঁছায় পারুল, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিপদ! শিরীন আগেই বাড়িতে উপস্থিত ছিল এবং পারুলকে দেখেই শুরু হয় তার আগ্রাসী মনোভাব। পারুলকে দরজা থেকে ধাক্কা মেরে বের করে দিতে চায় শিরীন! স্পষ্ট জানিয়ে দেয়— “এ বাড়িতে তোমার কোনো অধিকার নেই, তুমি যেন কখনো রায়ানের আশেপাশে না আসো!”

Parineeta, Zee Bangla, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Promo, পরিণীতা, জি বাংলা, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন প্রোমো

এতক্ষণ সব সহ্য করলেও এবার আর চুপ করে থাকার পাত্রী নয় পারুল! একেবারে দৃঢ় হাতে শিরীনকে পাল্টা শায়েস্তা করে সে। পেছন থেকে হাত মুচড়ে ধরে স্পষ্ট জানিয়ে দেয়, “আমি তোর মতন কোমল মসৃণ নই, আমার হাত বা পেছন ছড়ানো এত সোজা নয়! এই হাত যেমন লেখাপড়া করে, তেমন চাষবাসও করে! আর তোর থেকে এই বাড়িতে আমার অধিকার সবচেয়ে বেশি, কারণ আমি রায়ানের বিয়ে করা বউ!”

এই দৃশ্য দেখে হতবাক বসু বাড়ির সবাই! তবে কি পরুলের মনে এখনো অনুভূতি রয়েছে রায়ানের জন্য? শিরীনের এই অপমান কি মেনে নেবে রায়ান? নাকি সে আবার পারুলের বিরুদ্ধে যাবে? অন্যদিকে, পারুলের এই দাপট কি নতুন করে তার সম্পর্ককে শক্ত করবে নাকি আরও বিপদ ডেকে আনবে? শিরীন কি এই অপমানের বদলা নিতে এবার আরও বড় ষড়যন্ত্র করবে?

এই পর্বে পারুলের চরিত্রে এক অন্য রূপ দেখতে পাবেন দর্শকরা— আগের মতো সহনশীল নয়, এবার সে লড়তে প্রস্তুত! পারুলের এই সাহসী রূপ দেখে দর্শকদের উত্তেজনা তুঙ্গে! তবে এই লড়াইয়ের শেষ কোথায়? উত্তর মিলবে খুব শীঘ্রই! তাই মিস করবেন না, পরিণীতা-র এই চমকপ্রদ পর্ব! রোজ রাত ৮ টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়!

Piya Chanda