মহাসঙ্গম মানেই টেলিভিশন পর্দায় ধামাকাদার পর্বের ছড়াছড়ি! আর এবার সেই উত্তেজনার মুহূর্ত আসতে চলেছে জি বাংলার (Zee Bangla) দুই জনপ্রিয় ধারাবাহিক— ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche ) এবং ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari ) -তে। যেখানে দুই ধারাবাহিকের চরিত্ররা একসঙ্গে এসে দিতে চলেছে বড় ধামাকা! কি হতে চলেছে নিশ্চয়ই ভাবছেন?
সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যায়, চন্দ্রাশীষের কৌশল ফাঁস করতে শ্যামলী তাকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে এবং এক নির্জন বাগানবাড়িতে পৌঁছায়। চন্দ্রাশীষ সেখানে শ্যামলীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করলেও, শ্যামলী মনে মনে প্রতিজ্ঞা করে যে তার এই অভিসন্ধি সফল হতে দেবে না। কিন্তু তখনই গল্প মোড় নেয় অন্য দিকে!
শ্যামলীর বিপদ আঁচ করতে ‘মিত্তির বাড়ি’-র ধ্রুব এবং জোনাকি সেখানে হাজির হয়, শুধু তারাই নয়, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্ররাও ছদ্মবেশে সেখানে উপস্থিত হয় শ্যামলীকে সাহায্য করতে। তারা সবাই মিলে এমন একটা পরিকল্পনা সাজায়, যাতে চন্দ্রাশীষের আসল মুখোশ খুলে যায় সবার সামনে।
এই মহাসঙ্গমে রহস্য, নাটকীয়তা এবং আবেগের মিশেলে জমে উঠবে চূড়ান্ত টানটান উত্তেজনা। দুই ধারাবাহিকের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। শ্যামলী কি পারবে চন্দ্রাশীষের আসল পরিচয় প্রকাশ করতে? ধ্রুব-জোনাকির সাহায্যে সে কি রক্ষা পাবে? নাকি সবার প্ল্যান বিফল হবে আর ধরা পড়ে যাবে?
আরও পড়ুনঃ অপেক্ষা ছিল মিলনের, অথচ আরও দূরত্ব তৈরি হচ্ছে পারুল-রায়ানের মধ্যে! তবে কি জোড়া লাগতে গিয়েও লাগলো না দুজনের সম্পর্ক? কবে থেকে শুরু হবে প্রেমের পথচলা?
আগামী ৭-১১ এপ্রিল, পাঁচদিন ধরে রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত একেবারে জমজমাট পর্ব উপভোগ করতে পারবেন দর্শকরা, উত্তর পেতে চোখ রাখুন জি বাংলার পর্দায়, শুধুমাত্র কোন গোপনে মন ভেসেছে এবং মিত্তির বাড়ি-তে!