জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপেক্ষা ছিল মিলনের, অথচ আরও দূরত্ব তৈরি হচ্ছে পারুল-রায়ানের মধ্যে! তবে কি জোড়া লাগতে গিয়েও লাগলো না দুজনের সম্পর্ক? কবে থেকে শুরু হবে প্রেমের পথচলা?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta) আবারও এক রুদ্ধশ্বাস পর্ব নিয়ে হাজির! পারুল ও রায়ানের সম্পর্ক কি একেবারেই শেষ হয়ে গেল? নাকি ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে? সম্প্রতি প্রকাশিত আজকের পর্বের প্রোমোতে দেখা যাচ্ছে এক চাঞ্চল্যকর মোড়, যেখানে টগর উদ্ধারকাণ্ডে পারুলকে বাঁচাতে গিয়ে বুকে গুলি লাগে রায়ানের!

মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, রায়ানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বসু বাড়ির সবাই পারুলকে দোষারোপ করতে শুরু করে, তার ওপর ভর করে দোষের পাহাড়। পারুল কি এবার সম্পূর্ণ একা হয়ে গেল? হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে এক অনিশ্চয়তার মধ্যে পারুল। নার্স এসে জানায়, রায়ানকে হাসপাতালে বেশ কিছুদিন থাকতে হবে, তার জন্য কি বাইরে থেকে খাবার আসবে?

parineeta today episode 2 april

নাকি হাসপাতালের খাবারই খাবে? বিন্দুমাত্র দ্বিধা না করে পারুল বলে ওঠে, সে নিজেই রান্না করে খাবার আনবে রায়ানের জন্য। কিন্তু খাবার নিয়ে ফেরার সময়ই তার সামনে হাজির হয় তার দাদা, যার মুখে স্পষ্ট রাগ আর অভিমান। কিছু একটা যে ঘটেছে, তা আর বুঝতে দেরি হয় না পারুলের। মুহূর্তের মধ্যেই সে জানতে পারে, তার অবর্তমানে রায়ানকে নিয়ে কলকাতা চলে গেছে বসু বাড়ির সবাই! স্তব্ধ হয়ে যায় পারুল।

যেন মাটির তলায় নেমে যাচ্ছে সে। তার অনুপস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে কি রায়ানও সম্মতি দিয়েছে? নাকি তার হৃদয়ের কোথাও এখনো পারুলের জন্য অনুভূতি রয়ে গেছে? এক অজানা গ্লানিবোধে ভুগতে থাকে পারুল। রায়ানের জন্য নিজের জীবন বিপন্ন করেছে সে, অথচ শেষ পর্যন্ত তাকেই দোষারোপ করা হলো? তবে কি এই সম্পর্ক জোড়া লাগার বদলে আরও দূরত্ব তৈরি করবে? নাকি ভাগ্যের চক্রে আবারও কাছাকাছি আসবে তারা?

দর্শকদের মনে প্রশ্নের পাহাড়! পরিণীতার এই নতুন অধ্যায়ে কী হতে চলেছে, তা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়! পরিণীতা ধারাবাহিকের এই নতুন মোড় কি তাদের সম্পর্ক চিরতরে শেষ করে দেবে? রায়ান কি ফিরে আসবে পারুলের কাছে? নাকি নতুন কোনও চমক অপেক্ষা করছে? সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন পর্বগুলোতে। তাই মিস করবেন না, পরিণীতা-র এই উত্তেজনাপূর্ণ পর্ব ঠিক রাত ৮ টায়, জি বাংলার পর্দায়!

Piya Chanda