জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ সুখবর! দীর্ঘ বিরতির পর আবারও নায়িকা রূপে পর্দায় ফিরছেন রুকমা রায়? অভিনেত্রীর নতুন ইনিংসের অপেক্ষায় দর্শকরা

টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘রুকমা রায়’ (Rooqma Ray) বরাবরই অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরণ, চোখের অভিব্যক্তি, সব মিলিয়ে তিনি ছোটপর্দার অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের একজন। তবে কিছুদিন ধরেই তাঁকে বড় কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছে না, এ বিষয়ে তিনি কোনো কারণও জানাননি, আর এটাই ভক্তদের মনে প্রশ্নের ঝড় তুলেছে।

অনেকেই মনে করেছেন তিনি কি দীর্ঘ বিরতি নিয়েছেন, নাকি নতুন কোনও প্রজেক্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন? প্রথম থেকেই রুকমার কেরিয়ারে ছিল বৈচিত্র্যের ছোঁয়া। নায়িকা হিসেবে যাত্রা শুরু করলেও শুধুমাত্র গ্ল্যামার নির্ভর চরিত্রে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। চরিত্রের গভীরতা বোঝার ক্ষমতা এবং বিভিন্ন ধরনের গল্পের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা তাঁকে আলাদা করে তোলে।

Rooqma Ray 1

কিছুদিন আগে কানাঘুষো সোনা গিয়েছিল অভিনেতা ‘রাহুল ব্যানার্জী’র সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু রাহুল তার প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার কাছে ফিরে গিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন। তাঁর অনুরাগীরা সবসময়ই চাইতেন, তিনি যেন বড় পর্দা বা ওটিটিতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন। তবে দীর্ঘ সময় তাঁকে অনস্ক্রিন না দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন,

তিনি কি সত্যিই অভিনয় থেকে বিরতি নিয়েছেন? কিন্তু সাম্প্রতিক পোস্টে সেই প্রশ্নের জবাব যেন নিজেই দিয়ে দিলেন অভিনেত্রী! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন “coming soon” সাথে রয়েছে সূর্যোদয়ের প্রতীকী। ব্যস, এই ছোট্ট শব্দ দুটিই যথেষ্ট ছিল অনুরাগীদের উন্মাদনা বাড়িয়ে তোলার জন্য!

ছবিতে দেখা যাচ্ছে, এক প্রকৃতির বুকে হারিয়ে গিয়েছেন রুকমা। গাছের ছায়ায় দাঁড়িয়ে, হালকা ক্যাজুয়াল লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। এর মানে কি তিনি নতুন কোনও প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন? নাকি কোনও নতুন চরিত্রের খোঁজে রয়েছেন? এখনও অফিসিয়াল ঘোষণা না আসলেও, এই পোস্ট দেখে নিশ্চিতভাবেই বলা যায়—অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি!

এমন করেই পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন রুকমা রায়। যদিও তিনি এখনো স্পষ্টভাবে কিছু জানাননি, তবে তাঁর অনুরাগীরা ইতিমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন। নতুন ধারাবাহিক, ওটিটি সিরিজ, নাকি অন্য কোনও প্ল্যাটফর্ম—তিনি কোথায় ফিরছেন, সেটাই এখন বড় প্রশ্ন! তবে একটাই আশা, খুব শীঘ্রই রুকমাকে আবারও অভিনয়ের মঞ্চে দেখা যাবে, আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটবে।

Piya Chanda