শ্রুতি দাস (Shruti Das), বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ। অভিনেত্রী এই মুহূর্তে ছোট পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও, আর কিছু দিনের মধ্যেই তাঁকে দেখতে পাওয়া যাবে শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়ের ‘আমার বস’ সিনেমাতে।
তবে, টেলিভিশন জগতে অভিনেত্রীকে তেমন দেখতে পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর একাউন্টের মাধ্যমে রোজনামচার জীবনের নানান খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরেন। প্রসঙ্গত অভিনেত্রী যেমন বিনোদন জগতে কাজের জন্য প্রশংসিত তেমনই তার ব্যক্তিগত জীবনের জন্য নেটিজেনদের কাছে সমালোচিতও বটে।
বলাই বাহুল্য, অভিনেত্রী তাঁর সিরিয়ালের পরিচালককে বিয়ে করা নিয়ে নানান কথার ঝড় উঠেছিল নেট পাড়ায়। শ্রুতির স্বামী তার থেকে ১৪ বছরের বড় বলে বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হতে হয় তাঁকে।
প্রতি স্বামীর নাম স্বর্ণেন্দু সমাদ্দার। অভিনেত্রীর কথায়, জি বাংলার ত্রিণয়নী সিরিয়াল চলাকালীন তাঁদের মধ্যে সম্পর্ক তৈরী হয় এবং পরবর্তীকালে আইনতভাবে বিয়েও করেন। কাজ পাওয়ার জন্য নাকি তিনি বিয়ে করেছেন, এমন কথাও শুনতে হয় অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ দুগ্গামনি’র জীবনে নতুন হিরোর এন্ট্রি! নতুন চরিত্র গল্পে আনবে কি নয়া মোড়? দুগ্গামনি ও বাঘমামা’ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন দারুণ জনপ্রিয় অভিনেতা
তবে, বর্তমানে সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সুখের ঘর বেঁধেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে স্বর্ণেন্দু এবং পাশে বসে শ্রুতি। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “স্টুডিয়োর বাইরে লুকিয়ে দেখা করা থেকে ওঁর ড্রাইভিং সিটের পাশে বসা”। রোমান্টিক এই প্রেমের ভিডিও দেখে অভিনেত্রীর অনেক অনুরাগীরাই তাঁদের জুটিকে ভালোবাসা জানিয়েছেন।