জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুগ্গামনি’র জীবনে নতুন হিরোর এন্ট্রি! নতুন চরিত্র গল্পে আনবে কি নয়া মোড়? দুগ্গামনি ও বাঘমামা’ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন দারুণ জনপ্রিয় অভিনেতা

দুগ্গামনি, ইতিমধ্যেই এই নামটি ধীরে ধীরে টেলিভিশন দর্শকদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। সব এক মাস হল জি বাংলায় শুরু হয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। আর তার মধ্যে অন্যতম ‘দুগ্গামনি ও বাঘমামা’ (Duggamoni O Baghmama)

একটি ছোট্টো অনাথ শিশু যে কিনা অনায়াসেই ভবিষ্যৎ বলে দিতে পারে, এমন একটি গল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। এই সিরিয়ালের প্রধান চরিত্রে রয়েছে মানালি দে এবং শিশু শিল্পী রাধিকা কর্মকার।

এই গল্পে মানালি দে’র বিপরীতে রয়েছে রাহুল দেব বোস। তবে, ধারাবাহিক বেশী দিন যেতে না যেতেই গল্পে দেখা যাচ্ছে নয়া মোড়। শোনা যাচ্ছে ধারাবাহিকে নাকি নতুন নায়কের প্রবেশ হতে চলেছে।

নতুন নায়কের নাম সৌম্য বন্দ্যোপাধ্যায়, যাকে এখন স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক দেখা যাচ্ছে। এছাড়াও এই অভিনেতাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কবীর স্যারের চরিত্রে দর্শকদের আলাদা করে নজর কেড়েছিলেন। কিন্তু, এই ধারাবাহিকে অভিনেতার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের মানালি এবং রাধিকার সম্পর্কের কেমিস্ট্রি দর্শকদের মনে ধরেছে। ছোট্টো দুগ্গা মনির মায়া ভরা মুখ দেখে অনেক দর্শকই চোখে জল ধরে রাখতে পারে না। তবে, গল্পে নতুন নায়কের এন্ট্রি ঠিক আরও কতটা জমিয়ে তুলতে পারে তা এখন দেখার বিষয়।

Piya Chanda