জি বাংলার(zee Bangla)জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (parineeta) দর্শকদের মন জয় করে নিয়েছে তার দুর্দান্ত কাহিনি ও চমকপ্রদ টুইস্টের মাধ্যমে। পারুল ও রায়ানের প্রেম, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের গল্পে জমে উঠেছে সিরিয়ালটি। বর্তমানে ধারাবাহিকের গল্প এমন এক মোড়ে পৌঁছেছে, যেখানে পারুল ও রায়ানের সম্পর্ক এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। সমিরনের ষড়যন্ত্র, পারুলের লড়াই, এবং রায়ানের জীবন-মৃত্যুর সংকট—সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
গত পর্বে দেখা গিয়েছিল, টগরকে বাঁচাতে পারুল ও রায়ান ছদ্মবেশে সমিরনের বাগানবাড়িতে পৌঁছে যায়। তারা সফলভাবে টগরকে উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় সমিরন তাদের ধরে ফেলে। মুহূর্তের মধ্যে সেখানে শুরু হয় সংঘর্ষ, যেখানে পারুল ও রায়ান একসঙ্গে সমিরনের গুন্ডাদের প্রতিহত করার চেষ্টা করে। পরিস্থিতি তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন সমিরন বন্দুক হাতে তাদের সামনে এসে দাঁড়ায়। কিন্তু ঠিক সেই সময় গ্রামবাসীদের নিয়ে হাজির হন দাদু ও পুলিশ, ফলে সমিরন কিছু করার আগেই তাকে আটক করে পুলিশ।

এদিকে পারুল সমিরনকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করে, কে সেই ব্যক্তি যে টগরকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল? প্রথমে কিছু না বললেও, পরে সমিরন স্বীকার করে যে সে টাকার বিনিময়ে এক গুন্ডাকে এই কাজ করতে দিয়েছিল। কিন্তু তখনও তূর্যর নাম প্রকাশ পায়নি, যার কারণে এই রহস্য আরও ঘনীভূত হয়। তারপর সমিরনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে গেলে সে আচমকাই পুলিশের পকেট থেকে বন্দুক বের করে পারুলকে টার্গেট করে। কিন্তু রায়ান তৎক্ষণাৎ সামনে এসে পড়ায় গুলি লাগে তার গায়ে। মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে ওঠে এবং রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারুল জানিয়ে দেয়, যমের সাধ্য নেই তাকে টপকে রায়ানকে নিয়ে যেতে পারে।
পরিণীতা আজকের পর্ব ২ এপ্রিল (parineeta today episode 2 april)
আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, রায়ানের চিকিৎসা গ্রাম্য হাসপাতালে হয়েছে বলে বসু পরিবার আর ঝুঁকি নিতে চায় না। তাই তারা তাকে দ্রুত কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে, পারুলও তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তখনই গোপাল জানায় যে বসু পরিবার রায়ানকে নিয়ে ইতিমধ্যে কলকাতা রওনা দিয়েছে। পারুল অনেক চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি, আর এই কারণে সে রায়ানের সঙ্গে দেখা করার সুযোগও পেল না।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান আইডল না জিতলেও দমেননি অসমের গর্ব মিশমি বসু! এবার এক নতুন ভূমিকায় পথ চলা শুরু করলেন জনপ্রিয় এই সংগীত শিল্পী
এখন বড় প্রশ্ন হলো, পারুল কি রায়ানের সঙ্গে দেখা করতে কলকাতায় যাবে? বসু পরিবারের সঙ্গে তার সম্পর্ক কি ঠিক হবে? নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? আগামী পর্বে মিলবে এর উত্তর!