জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইন্ডিয়ান আইডল না জিতলেও দমেননি অসমের গর্ব মিশমি বসু! এবার এক নতুন ভূমিকায় পথ চলা শুরু করলেন জনপ্রিয় এই সংগীত শিল্পী

সংগীতশিল্পী তথা সঙ্গীতপ্রেমীদের কাছে স্বপ্নের মঞ্চের নাম ‘ইন্ডিয়ান আইডল’। অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বর জন্ম এই মঞ্চেই, তাঁদের মধ্যে ‘অরিজিৎ সিং’ (Arijit Singh) অন্যতম। সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৫ (Indian Idol 15) -এর মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেও শেষ পর্যন্ত ট্রফি হাতে ওঠেনি তাঁর। সেরা ৮ এর তালিকা থেকে বাদ পড়েছিলেন অসমের প্রতিভাবান গায়িকা ‘মিশমি বসু’ (Myscmme Bosu)

তবে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও দমে যাননি তিনি। বরং এবার এক নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। শুধুমাত্র গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, এবার এক নতুন ভূমিকায় অভিজ্ঞতা অর্জন করতে আসছেন তিনি। এবার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গানের তালিম দিতে চলেছেন মিশমি! সম্প্রতি মিশমি নিজের নতুন উদ্যোগের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন। মিশমির এই উদ্যোগে অনুরাগীরা বেজায় খুশি!

‘লার্ন উইথ মিশমি’ নামের একটি ওয়ার্কশপ শুরু করতে চলেছেন তিনি, যেখানে অনলাইনে গান শেখাবেন শিক্ষার্থীদের। ৩ ও ৪ এপ্রিল হবে এই বিশেষ ওয়ার্কশপ, যেখানে অংশগ্রহণকারীরা পাবেন তাঁর কাছ থেকে ভোকাল ট্রেনিং। শুধু তাই নয়, থাকছে দুটো বলিউড গানের অনুশীলন, যেখানে গানের সূক্ষ্মতাগুলি শেখাবেন মিশমি নিজেই। এছাড়াও কিভাবে দৃঢ়বদ্ধ থাকা যায় সেই তালিমও মিলবে। তবে এখানেই শেষ নয়!

রিয়েলিটি শো-এর অভিজ্ঞতা থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে কী কী বিষয় মাথায় রাখা জরুরি, সেই বিষয়ে বিশেষ পরামর্শ দেবেন তিনি। ওয়ার্কশপটি প্রতিদিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে। দুই দিন করে মোট দেড় ঘণ্টার দুটি ক্লাসে গানের খুঁটিনাটি শেখানো হবে বলে জানিয়েছেন মিশমি। তবে এই ওয়ার্কশপটি বিনামূল্যে নয়।অংশ নিতে হলে নির্দিষ্ট ফি দিতে হবে? কিন্তু টাকার অঙ্ক কতটা? অনুরাগীদের কথা মাথায় রেখেই কি ঠিক করেছেন তিনি?

যদিও কত টাকা ফি লাগবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি মিশমি। তবে কীভাবে আবেদন করতে হবে? কীভাবে নির্বাচিত করা হবে? সেই সংক্রান্ত সমস্ত তথ্য তিনি তাঁর পোস্টে জানিয়েছেন। মিশমির নতুন পথচলার কথা প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই প্রতিভাবান গায়িকাকে। ইন্ডিয়ান আইডল না জিতলেও তাঁর জনপ্রিয়তা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য!

Piya Chanda