বাঙালি অভিনেত্রী ‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের’ (Koneenica Banerjee) পরিবারে নেমে এসেছে গভীর শোক। মাত্র ৬৫ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা কল্পনা বন্দ্যোপাধ্যায় (Kalpana Banerjee) । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, অবশেষে পয়লা এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাতৃবিয়োগে শোকস্তব্ধ পরিবার, তাও নিজেই মায়ের মৃত্যুসংবাদ সমাজ মাধ্যমে শেয়ার করেছেন কনীনিকা।
সমাজ মাধ্যমে মায়ের স্মৃতিচারণা করে কনীনিকা লেখেন, “একরাশ যন্ত্রণার মধ্য দিয়ে জানাতে চাই, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আর আমাদের মাঝে নেই।” ১৯৬০ সালের ২৬ মে জন্ম তাঁর, আর ২০২৫ সালের ১ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করলেন। অভিনেত্রীর কথায়, ছোটবেলা থেকেই তাঁর মা চাইতেন তিনি ডাক্তার হোন,
কিন্তু কনীনিকার স্বপ্ন ছিল অভিনয়ের জগতে পা রাখার। মায়ের ইচ্ছে থাকলেও, পরে মেয়ের পথকেই মেনে নিয়েছিলেন তিনি। গত ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন কল্পনা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা আগেও জানিয়েছিলেন, মায়ের চিকিৎসার জন্য তাঁরা একাধিক হাসপাতাল ঘুরেছেন।
এমনকি চেন্নাইয়েও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বছর আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার সময়ও অভিনেত্রী হাসপাতালের পরিষেবা নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন। মায়ের আরোগ্যের জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেননি কনীনিকা। তবে শেষরক্ষা হয়নি।
আরও পড়ুনঃ উর্দির দায়িত্ব, মঞ্চের জাদু! ডিউটি সামলেও নাচের স্বপ্ন পূরণ, ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ বাজিমাত করলেন পুলিশ কনস্টেবল সায়ন্তী গোস্বামী! পারফরম্যান্সে মুগ্ধ শুভশ্রী-মিঠুনরা
মায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। বর্তমানে কনীনিকা ব্যস্ত রয়েছেন জি বাংলার জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্বে। তবু এই অপূরণীয় শূন্যতা তাঁকে কতটা নাড়া দিয়েছে, তা তাঁর শোকবার্তা থেকেই স্পষ্ট। আমরা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের মুক্তি ও আত্মার শান্তি কামনা করি!