জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) আবারও দর্শকদের মন জয় করতে ফিরে এসেছে। নতুন সিজন শুরু হয়েছে ৮ মার্চ থেকে, যেখানে বিচারকের আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়। আর মহাগুরুর আসনে রয়েছেন কিংবদন্তি ‘মিঠুন চক্রবর্তী’ (Mithun Chakraborty) ।
এই মঞ্চে নাচের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন প্রতিযোগী ‘সায়ন্তী গোস্বামী’ (Sayanti Goswami) । পেশায় একজন লেডি পুলিশ কনস্টেবল (lady police constable) , কিন্তু নাচের প্রতি অগাধ ভালোবাসার জেরে তিনি নিজের দায়িত্ব সামলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সায়ন্তীর গল্প শুধু একজন নৃত্যশিল্পীর স্বপ্ন পূরণের নয়, বরং দায়িত্ব ও ভালোবাসার মধ্যে ভারসাম্য রাখার এক অনন্য অনুপ্রেরণা।
গ্র্যান্ড অডিশনে তিনি নজর কেড়েছিলেন সকল বিচারকদের, অসাধারণ নৃত্য পরিবেশন করে । এবার গ্র্যান্ড প্রিমিয়ারের প্রোমোতে প্রকাশ্যে এল তাঁর পারফরম্যান্সের ঝলক। ট্র্যাডিশনাল সাদা-লাল শাড়ি স্টাইলের পোশাকে বড়লোকের বিটি লো গানের সঙ্গে ফিউশন নাচ পরিবেশন করেন তিনি। তাঁর নাচের সাবলীলতা ও অভিব্যক্তি দেখে মুগ্ধ শুভশ্রী চিৎকার করে ওঠেন, অঙ্কুশ ও কৌশানি হাততালি দিয়ে প্রশংসা করেন।
মহাগুরু মিঠুনের চোখে-মুখেও প্রশংসার ছাপ স্পষ্ট ছিল। এই প্রতিযোগিতায় অংশ নিতে সায়ন্তী ছুটি নেননি, বরং কাজ সামলেই স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর সহকর্মীরা এবং ঊর্ধ্বতন আধিকারিকরা যথেষ্ট সহায়তা করছেন, যাতে তিনি দুই দায়িত্বই পালন করতে পারেন। তবে কাজের চাপ সামলানো যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন তিনি।
তাঁর মতে, উর্দি ও নাচ—দুটোকে ব্যালান্স করাটা এক বড় চ্যালেঞ্জ। কিন্তু তিনি নিজের ইচ্ছাশক্তির জোরেই তা করতে সক্ষম হচ্ছেন। কিন্তু কেন পুলিশের চাকরি বেছে নিয়েছিলেন তিনি? উত্তরে সায়ন্তী বলেন, ছোটবেলা থেকেই তাঁর উর্দির প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। তাই নাচকে ভালোবাসলেও, কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে তিনি কনস্টেবল হয়েছেন। তবে স্বপ্ন দেখা তিনি কখনও বন্ধ করেননি!
আরও পড়ুনঃ খারাপ খবর! দর্শকদের দাবি মেনে শেষ হচ্ছে রোশনাই-এর পথচলা! অন্তিম সম্প্রচার কবে?
তাঁর শিক্ষকরাও সবসময় তাঁকে উৎসাহিত করেছেন নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে। নাচের প্রতি এই নিবেদন ও পরিশ্রমই সায়ন্তীকে আলাদা করে তুলেছে। একদিকে দেশের সেবা, অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের লড়াই—দুটো একসঙ্গে সামলে তিনি নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। এবার দেখার, ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে তিনি কতদূর যেতে পারেন! আপনাদের সায়ন্তীকে কেমন লাগছে জানাতে ভুলবেন না?