জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খারাপ খবর! দর্শকদের দাবি মেনে শেষ হচ্ছে রোশনাই-এর পথচলা! অন্তিম সম্প্রচার কবে?

‘সিরিয়াল’, টেলিভিশন দর্শকদের জীবনে অন্যতম একটা অংশ। আর, যেকোনো ধারাবাহিকই একবার শুরু হলে দিন যত এগোতে থাকে তত দর্শকদের যেন ঘরের অংশ হয়ে ওঠে সেই গল্পের নায়ক-নায়িকা। তবে, কোনো গল্পের শুরু হলে তা একদিন শেষ হবেই।

বর্তমানে স্টার জলসার দর্শকদের জন্য রয়েছে দুঃখের খবর। শেষ হতে চলেছে জনপ্রিয় সিরিয়াল। বাংলার ধারাবাহিক জগতে বিগত বেশ কয়েক মাস ধরে যেমন কয়েকটি নতুন গল্পের আগমন ঘটেছে তেমনই যবনিকা পড়েছে কিছু ধারাবাহিকে।

Star Jalsha, Roshnai, Roshnai Today Episode 14th February, স্টার জলসা, রোশনাই, বাংলা সিরিয়াল

একের পর এক পরিবর্তন আসছে বাংলার টেলিভিশনে। প্রসঙ্গত, যেকোনো ধারাবাহিকই টিকে থাকে তার গল্প ও টিআরপি’র নাম্বারের ওপর। তাই, এখন স্টার জলসার বেশ কয়েকটি ধারাবাহিক টিআরপি’র তালিকায় পিছিয়ে পড়েছে।

গল্পে আকর্ষণ থাকলেও টিআরপি’তে সেই রকম উন্নতি নেই বলে চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ হচ্ছে রোশনাই-আরণ্যকের গল্প। গত বছর এপ্রিল মাসের শুরু হওয়া রোশনাই সিরিয়াল এক বছর হতে না হতেই বন্ধ হয়ে যাচ্ছে।

এই সিরিয়ালের প্রাথমিকভাবে সবকিছু ঠিক থাকলেও পরবর্তীকালে গল্পের নায়িকা এবং সম্প্রচারের সময় বদলে যাওয়াতে টিআরপি তালিকায় সেই অর্থে নিজেরস্থান ধরে রাখতে পারেনি। বলাই বাহুল্য, অনুষ্কার পরিবর্তে তিয়াশার আগমন অনেক দর্শকই মানতে পারেনি।

টেলিপাড়ার জোর গুঞ্জন, ধারাবাহিকের কম টিআরপি থাকার দরুন একেবারেই খুশি নন চ্যানেল কর্তৃপক্ষ। তবে এই গল্পের এখনই ইতি হচ্ছে না। শোনা যাচ্ছে আইপিএল শেষ হওয়ার পরেই স্টার জলসা আনবে নতুন ধারাবাহিক। অনেক দর্শকেরা এই খবর শোনা মাত্রই একদিকে যেমন তাঁদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে অন্যদিকে আবার কিছুটা হলেও আগ্রহী রয়েছেন নতুন ধারাবাহিকের জন্য।

Piya Chanda