কথায় আছে ‘নারী তো দশভুজার প্রতীক’ অর্থাৎ মেয়েরা যেমন এক হাতে সংসার সামলানো থেকে শুরু করে সন্তানকে লালন পালন করা তেমনি অন্যদিকে সমতালে বাইরের জগত সামলাতে পটু হন আজকের নারীরা। তাই জন্যই নারীরা দশভুজা। বর্তমান সময়ে এমনই এক নারী চরিত্রের উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার (Zee Bengla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে (Jagatdhatri)।
‘জগদ্ধাত্রী’তে মুখ্য চরিত্রের অভিনেত্রী স্বয়ং জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক হলেন একাধারে বাড়ির বউ আবার অন্যদিকে সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ-এর অফিসার। বিগত বেশ কিছু দিনে এই সিরিয়ালে দেখতে পাওয়া গেছে জগদ্ধাত্রীর মৃত্যুকে ঘিরে নানান ধরনের ঘটনা। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে জ্যাস অর্থাৎ জগদ্ধাত্রী বেঁচে আছে। পুনরায় স্বয়ম্ভুর সঙ্গে সুস্থ অবস্থায় বেনারস থেকে বাড়ি ফিরে এসেছে জগদ্ধাত্রী। এই দৃশ্য দেখে বেজায় খুশি ধারাবাহিকের দর্শকেরা।
কিন্তু সিরিয়ালে এই সুন্দর নায়ক নায়িকার মিলনেও প্রশ্ন তুলেছে অনেক ধারাবাহিক সমালোচকদের। তাঁদের মতে, ‘এ কেমন মা জগদ্ধাত্রী?’ অর্থাৎ তারা বলতে চেয়েছে ৬ মাসের সদ্যজাত বাচ্চাকে রেখে নায়িকা তার পরের সঙ্গে বেনারসের নদীতে নৌকার ওপর রোমান্স করছে, উনি নাকি দায়িত্ববান পুলিশ অফিসার। নিজের বাচ্চার জন্য চিন্তাই নেই একেবারে সদ্য মা হওয়া জগদ্ধাত্রীর। এমনকি, এও শুনতে হয়েছে যে, কতটা মনুষ্যত্বহীন এই জগদ্ধাত্রী।
আরও পড়ুনঃ রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নায়ক পরিবর্তন! নীলাঙ্কুরের পরিবর্তে এবার নায়ক হচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা?
বেশ কটাক্ষের সুরেই দেখতে পাওয়া গেছে এই সব ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই ধরনের মন্তব্য খুব একটা প্রভাব ফেলেনি সিরিয়াল নির্মাতা এবং কলাকুশলীদের মধ্যে। পরিচালক তাঁর নিজস্ব ছন্দ মতই গল্পের ধারাকে অতিবাহিত করবে বলেই মনে করেন এই ধারাবাহিকের শুভাকাঙ্ক্ষীরা।