‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj) বাংলা টেলিভিশন জগতে আজকালকার সময় অন্যতম উল্লেখযোগ্য একটি সিরিয়াল (Serial)। এই ধারাবাহিক তৈরি হয়েছে মূলত মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও অলিম্পিকে তীরন্দাজ নিয়ে মেডেল জেতার লড়াই নিয়েই তৈরি এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র দেখতে পাওয়া যায় অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মনীষা মন্ডলকে। বেশ কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে।
কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে সিরিয়ালে আসছে বিশাল পরিবর্তন। বিগত কয়েক দিনের এপিসোডে দেখা গেছে রাঙামতির কোচ তাকে একটি হীরের হার চুরি করতে বলেছে। ফলত, রাঙামতির জীবনে ঘনিয়ে এসেছে বিপদ। রাঙ্গামতীর জীবনে নিতে চলেছে নতুন হিরোর এন্ট্রি। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে একেবারে টানটান উত্তেজনা।
আরও পড়ুনঃ হঠাৎই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা ভট্টাচার্য? কেন এই সিদ্ধান্ত ? কী জানালেন অভিনেত্রী?
আগামী দিনে আসতে চলেছে আরও নয়া চমক। ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে, আজ থেকে ধারাবাহিকের দৃশ্যে প্রবেশ করছে নতুন হিরো। কিন্তু কে? এই কথা শোনা মাত্রই কপালে বেশ ভাস পড়তে দেখা গেছে এই সিরিয়াল প্রেমীদের। তাহলে কি মুখ্য চরিত্রের নায়ক বদলে যাচ্ছে? কিন্তু দর্শকদের আশস্ত করে ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টলিউডের ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ, নাম অভিনেতা রাজীব বোস। কিন্তু, দর্শকদের মনে প্রশ্ন এখন একটাই, এই নতুন পুলিশ অফিসারই কি রাঙ্গামাতির জীবনে আগামী দিনের নায়ক হতে চলেছেন?