জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হঠাৎই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা ভট্টাচার্য? কেন এই সিদ্ধান্ত ? কী জানালেন অভিনেত্রী?

তিনি বাংলা টেলিভিশনের (Bengali Television) অন্যতম নামজাদা অভিনেত্রী। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ বাংলা টেলিভিশনের পর্দায় দাপট দেখাচ্ছেন তিনি। পার্শ্ব চরিত্র থেকে যাত্রা শুরু হলেও নায়িকা চরিত্রে কামাল করেছেন তিনি। একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন এই নায়িকা।‌‌ শুধু কী তাই? ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও পা রেখেছেন তিনি।

নিশ্চয়ই বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিক দিয়ে তার পথ চলার শুরু। এরপর ‘সিঁদুর খেলা’, ‘জড়োয়ার ঝুমকো’ থেকে শুরু করে ‘যমুনা ঢাকি’ একের পর এক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র হয়ে নজর কেড়েছেন তিনি। তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। টিআরপি তালিকাতেও দারুণ ফল করছে এই ধারাবাহিক।

শুধুমাত্র সিরিয়াল নয় ইতিমধ্যেই সিনেমাতেও পা রেখেছেন তিনি।‌ সুপারস্টার দেবের বিপরীতে সুপারহিট প্রজাপতি সিনেমায় অভিনয় করেছিলেন নায়িকা চরিত্রে। নিজের পরিশ্রম, প্রতিভার জেরেই সাফল্য অর্জন করেছেন অভিনেত্রী।‌ কোন‌ও কিছুর বিনিময়ে নয় বরং প্রতিভার জেরেই আজ সফল তিনি। নিজের গুনেই আজ উজ্জ্বল অভিনেত্রী। আর সেই কারণেই দীর্ঘ ১০-১২ বছর ধরে সফলভাবে অভিনয় করে চলেছেন তিনি।

ইতিমধ্যেই বাগদান সেরেছেন নিজের হবু স্বামী তথা অভিনেতা রুবেল দাসের সঙ্গে। সম্প্রতি খবর রটে ছিল যে তিনি নাকি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ছাড়ছেন। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী? যদিও পুরো বিষয়টাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিক ছেড়ে দেওয়ার প্রসঙ্গ অভিনেত্রী জানিয়েছেন, ‘এ বার শ্যামলী নিজে দাঁড়িয়ে থেকে অনিকেতের বিয়ে দেবে। এমন টানটান উত্তেজক মুহূর্তে ধারাবাহিক ছেড়ে দেব! এমনটা হয় নাকি?

TollyTales NewsDesk