বাংলা সিরিয়ালের জনপ্রিয় ধারাবাহিকের লিস্টে আছে অনেক নাম। কারোর পছন্দ স্টার জলসার কথা, অনুরাগের ছোঁয়া, আবার কারোর পছন্দ জি বাংলার ( Zee Bangla) আনন্দী, জগদ্ধাত্রী, ফুলকি (Phulki) আবার কারোর পছন্দ বসু পরিবার। এইসব সিরিয়ালের রোজকার এপিসোডে চলতে থাকে নিত্যনতুন নাটক। ধীরে ধীরে দর্শকদের মনের মধ্যে তৈরি করে আগ্রহ।
এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিরাট মোর ঘোরানো পর্ব আগামী দিনে দেখতে পাওয়া যাবে জি বাংলার ফুলকি ধারাবাহিকে। এই সিরিয়ালের মুখ্য চরিত্র দেখতে পাওয়া যায় অভিনেতা অভিষেক বোস এবং অভিনেত্রী দিব্যানী মন্ডলকে। এই সিরিয়াল তৈরী হয়েছে অত্যন্ত সামান্য নিম্নবিত্ত ঘরের মেয়ে হয়েও যে বক্সিং খেলে নিজের নাম উজ্জ্বল করা যায় এই নিয়ে।
ধারাবাহিকের শুরুতেই দেখতে পাওয়া যায় ঘটনাচক্রে ফুলকির সঙ্গে বিয়ে হয়ে যায় তাঁর কোচ অর্থাৎ রোহিতের সঙ্গে। এই সিরিয়ালের বিভিন্ন সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলছিল অনেক দিন ধরেই অশান্তি। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে, সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে সত্য প্রকাশ প্রাপ্ত ‘ফুলকি’র নতুন প্রমো।
প্রমোর দৃশ্যে দেখতে পাওয়া যাচ্ছে ইশিতাকে রায়চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর প্রতিশোধ নেওয়ার জন্য ফুলকির ওপর প্রতিশোধ নিতে প্রস্তুত স্বয়ং ঈশিতা। রাতের বেলায় রোহিত ফুলকি ঘুমিয়ে থাকার সময় তাদের আড়ালে ঘরের পর্দায় আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল ঈশিতা।
আরও পড়ুন: জি বাংলার পর্দায় ফিরছেন মোহনা মাইতি, বিপরীতে নায়ক কে? নাম জানলে চমকাবে
এমন সময়ে রোহিতের ছোট ভাই অর্থাৎ তমাল দেখতে পেয়ে ঈশিতাকে আটকাতে চায় এবং বলে, “রোহিত-ফুলকিকে মারতে হলে আগে তমাল কি মারতে হবে”। তারপরেই এক গুলির আঘাতেই শেষ হয়ে যায় তমালের প্রাণ। প্রমোর শেষে ফুলকি বলছে, “তমাল দাদা তোমার কিছু হতে দেবো না, আর যে তোমার ক্ষতি করেছে তাকেও ছাড়বো না”। তবে, এখন দেখার বিষয় একটাই আগামী দিনে কী আদৌ ফুলকি নিতে পারবে কি এই অন্যায়ের প্রতিশোধ নাকি পার পেয়ে যাবে দোষী?