জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার পর্দায় ফিরছেন মোহনা মাইতি, বিপরীতে নায়ক কে? নাম জানলে চমকাবে

দুর্দান্ত সুখবর, এই মুহূর্তে সবথেকে বড় খবর বাংলা টেলিভিশনের সিরিয়াল জগতে এন্ট্রি নিচ্ছে নতুন ধারাবাহিক। বাংলা সিরিয়াল মানেই জি বাংলা, স্টার জলসা, সান বাংলা এবং কালার্স বাংলা। নিত্য দিনের মানুষের জীবনযাত্রার সঙ্গে শত ব্যস্ততার মধ্যেও ধারাবাহিক কিন্তু ঠিক নিজের মতন জায়গা করে নিয়েছে দর্শকদের জীবনে। মেগার চরিত্রেরা কখনই তাঁদের দর্শকদের অজান্তে ঘরের লোক হয়ে যায় তা টের পাওয়া যায় না।

মানুষ যখন নিজের সঙ্গে পর্দায় দেখা চরিত্রকে মেলাতে পারে তখনই সেই সিরিয়ালটি হয়ে ওঠে বেশী প্রিয়। আবার কোনো সময়ে মন ছুঁয়ে যাওয়া গল্পও দর্শকদের স্মৃতিতে থেকে যায় চিরকাল। এই মুহূর্তে জানা যাচ্ছে, জি বাংলার নিজস্ব প্রোডাকশানে আসতে চলেছে নতুন সিরিয়াল। এই ধারাবাহিকে আসতে চলেছে দর্শকদের অতি পরিচিত মুখ। আগামী দিনের আসা অভিনেত্রী ছিল এক সময়ের বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা।

ইতিমধ্যেই, বেশ কিছুদিনে আগে জানা গেছে আসছে নতুন ধারাবাহিক। কিন্তু, ঠিক ছিল না কোন মুখ দেখা যাবে মুখ্য চরিত্রে। বেশ অনেকদিন ধরেই চলছিল নায়ক-নায়িকার খোঁজ। এখন শোনা যাচ্ছে নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে। তবে, ৯০ শতাংশ ঠিক হলেও এখন সিরিয়ালের প্রমো শুট হয়নি বলে নিশ্চিত করা যায়নি। এই অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছিল ‘গৌরী এলো’ সিরিয়ালে। স্বাভাবিকভাবেই, দর্শকদের ভাবনা একটাই অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে কোন অভিনেতাকে?

TollyTales NewsDesk