জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফিরে আসছে চেনা শত্রু! অর্পণের তামিল শাশুড়ি হয়ে পর্ণার জীবন তছনছ করতে ফিরছে ঈশা!

‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) সিরিয়াল বাংলা টেলিভিশন জগতে অত্যন্ত জনপ্রিয়। জি বাংলার এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় পল্লবী শর্মা এবং রুবেল দাসকে। বর্তমানে সিরিয়ালে দেখতে পাওয়া যাচ্ছে দত্ত পরিবারে পেরিয়ে গিয়েছে এক লাফে কুড়ি বছর। এর মাঝে সকলের প্রিয় বাবু অর্থাৎ সৃজন নিখোঁজ হয়ে গিয়েও ফিরে এসেছে অন্য রূপে। বড়ো হয়েছে পর্ণার সন্তানেরা।

একদিকে যেমন দেখা যাচ্ছে পুঁটির জীবনে এন্ট্রি নিতে চলেছে নতুন হিরো অন্যদিকে তেমন দেখা যাচ্ছে অর্পণ বাড়ির লোককে এড়িয়ে চুপিসারে প্রেম করে চলেছে। আর এই প্রেমের সর্বক্ষণ মদতদার ব্যক্তি হলেন তাঁর ঠাকুমা। ফিরে আসা সৃজন সবসময় সঙ্গ দিচ্ছে অর্পণকে।

Tollywood Bengali serial, Neem phooler Madhu, বিনোদন, বাংলা ধারাবাহিক, entertainment

এদিকে আবার ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো এসেছে সবার সামনে। দেখতে পাওয়া যাচ্ছে অর্পণ তাঁর প্রেমিকার মায়ের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছে। গিয়ে দেখা যায় প্রেমিকার মা দর্শকদের খুবই চেনা। পর্ণার বন্ধু বর্ষা আবারও এন্ট্রি নিতে চলেছে দত্ত পরিবারে। অর্পণের প্রেমিকার মা হল পর্ণার বন্ধু, বর্ষা। বর্ষাকে বলতে দেখা যাচ্ছে, সে তাঁর মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। এই শুনেই অবাক অর্পণ। তাহলে, কী মায়ের হাত ধরেই মেয়ে অর্থাৎ অর্পণের প্রেমিকা ঢুকতে চলছে পর্ণার পরিবারে? কী হতে চলেছে আগামী পর্বে?

Tolly Tales