জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিরাট চমক কোন গোপনে মন ভেসেছেতে! ধারাবাহিক ছাড়ছেন শ্বেতা, নতুন চরিত্রে ফিরছেন বাংলার জনপ্রিয় নায়িকা

শেষ রক্ষা হল না, অবশেষে নিজের হাতে ধরে ঘরে নিয়ে এল সতীনকে। বর্তমানে এইরকমই এক দৃশ্য দেখতে পাওয়া গেছে বাংলার ধারাবাহিকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’তে (Kon Gopone Mon Veseche) দেখা যাচ্ছে শ্বেতা অর্থাৎ শ্যামলী নিজে হাতে সমস্ত কিছু সাজিয়ে নিজের বরের বিয়ে দিল। অবশ্য সিরিয়ালের এই দৃশ্য দেখে শ্যামলীর প্রতি অনেক দর্শকই ক্ষুব্ধ। কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন, ‘শ্যামলীকে দেখে শিখে রাখুন নিজের বরকে কিভাবে বিয়ে দিয়ে ঘরে সতীন আনতে হয়’।

এই মুহূর্তে নতুন প্রোমো সকলের সামনে এসে গিয়েছে। দেখা যাচ্ছে, অনিকেতের জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে শ্যামলী। উল্লেখ্য, শ্যামলী নিজের মতন করে রেড বেঙ্গল ক্যাটারিংকে বাংলার এক নম্বর ক্যাটারিং বানানোর লড়াইয়ে নেমেছে। পিছনে না তাকিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শ্যামলী। অন্যদিকে অনিকেতও নিজের মনকে শক্ত করে তোলার চেষ্টা করছে। এ যেন এক নতুন জীবনের সূচনা মনে করছে অনিকেত ও শ্যামলী।

বাংলা টেলিভিশন, শ্বেতা ভট্টাচার্য, বাঙালি অভিনেত্রী, Bengali Television, Sweta Bhattacharya, Bengali Actress

কিন্তু সিরিয়ালে এই ধরনের দৃশ্য মেনে নিলেও, মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর বদল মেনে নিতে পারবেন না এই ধারাবাহিক প্রেমীরা। শ্যামলীর চরিত্র ছেড়ে চলে যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য। শ্বেতার পরিবর্তে আসতে চলেছে সকলের প্রিয় শোলাঙ্কি রায়। এই অভিনেত্রীকে এর আগে দেখা গিয়েছিল গাঁটছড়া সিরিয়ালে।

Solanki Roy

কিন্তু হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত নিল সিরিয়াল নির্মাতারা তা বুঝতে পারছেন না দর্শকেরা। এই খবর শুনে খুবই হতাশ মেগার ভক্তরা। অনেকেই মনে করছেন, শ্বেতা তার বিয়ের জন্য হয়তো এই মুহূর্তে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু, দর্শকদের মনের প্রশ্ন শ্বেতার পরিবর্তে কী এই চরিত্রেকে ফুটিয়ে তুলতে পারবে শোলাঙ্কি?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।