জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হঠাৎই বন্ধ হল জনপ্রিয় ধারাবাহিকের শুটিং! শুরু হয়ে হঠাৎ কেন বন্ধ হল এই ধারাবাহিক?

সিরিয়াল (Serial) যা কিনা বর্তমান সময় সাধারণ মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ধারাবাহিকের রোজকারের দর্শকেরা টিআরপি-র সম্পর্কে সে অর্থে কোনো ধারণা রাখে না, তারা যেটা বোঝে সেটা হল গল্প। কিন্তু, প্রতিযোগিতার যুগে সবকিছুর মধ্যেই রয়েছে ইঁদুর দৌড়। তাই সেই দৌড়ে বাদই বা কেন পরবে।

আর এই টিআরপির উপরেই নির্ভর করে সবকিছু অর্থাৎ কোন সিরিয়াল কত দিন চলবে বা থেমে যাবে তাদের পথচলা। এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, কোন এক কম দামি প্রোডাকশন হাউজের সিরিয়ালের শুটিং শুরু হতে গিয়েও তারা কাজে বাধা পায়। তাই সব কিছু ফাইনাল হয়েও শুরু হচ্ছে না সেই ধারাবাহিকের শুটিং।

চিত্রায়ণ প্রোডাকশন হাউজের সাহায্যে সান বাংলায় আসছিল এক নতুন ধারাবাহিক, অবশ্য নাম এখনও জানা যায়নি। এমনকি এই মাসের থেকে লুকসেটও শুরু হয়ে গিয়েছিল জোর কদমে সঙ্গে শুরু হয়েছিল সেট তৈরীর কাজ কিন্তু মাঝ পথেই আটকে গেল সব কিছু। কাজে বাঁধ সাধলো স্বয়ং চ্যানেল। কারণ তারা চাইছে চ্যানেলে চিত্রায়ণ প্রোডাকশনের সিরিয়ালের আগে ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়াল আনতে।

গত ২৫শে ডিসেম্বর থেকে সেই সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চ্যানেলের এই হঠকারী সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল চিত্রায়ন প্রোডাকশনের সিরিয়ালের শুটিং। এই মুহূর্তে সান বাংলায় সবার প্রথমে আসবে ব্লুজ প্রোডাকশনের সিরিয়াল। তারপর আসবে সুরিন্দর ফিল্মসের ও চিত্রায়নের ধারাবাহিক।

TollyTales NewsDesk