জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাত্র ২ মাসের সন্তানকে ঘরে রেখে সিকিমে প্রেমে মজে কাঞ্চন-শ্রীময়ী! নেটিজেনরা ধুয়ে দিলেন তারকা দম্পতিকে

টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটি কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) আবারও খবরের শিরোনামে। তাদের সম্পর্কের শুরু থেকেই দর্শকমহলে আলোচনার ঝড় উঠেছে। বয়সের পার্থক্য থেকে শুরু করে ব্যক্তিগত সিদ্ধান্ত, সবকিছুই যেন এক নতুন গল্পের উপাদান। তবে সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে তারা নিজেদের সম্পর্ককে শক্তপোক্ত করেছেন। সম্প্রতি তাদের জীবনে এসেছে এক বড়সড় সুখবর, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়ে এবং ২ মার্চ সামাজিক বিয়ের মাধ্যমে কাঞ্চন-শ্রীময়ী নতুন জীবনের সূচনা করেন। বিয়ের মাত্র আট মাসের মধ্যেই, ২ নভেম্বর, তাদের কন্যাসন্তান কৃষভির জন্ম হয়। যদিও এই সময়কাল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু এই জুটি সবসময় তাদের সিদ্ধান্তে অটল থেকেছেন। তাদের মতে, কৃষভি তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

কৃষভির বয়স মাত্র দুই মাস। তবে তার মধ্যেই এই দম্পতি ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন সিকিমের পেলিং শহরে। শ্রীময়ীর ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ে তাদের রোমাঞ্চকর মুহূর্ত। কখনো বরফের মাঝে মজা, কখনো ঠান্ডা জলে বোটিং, সবকিছুতেই তাদের উচ্ছ্বাস ঝরে পড়ছে। এমনকি ঘরের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের ছবিও শেয়ার করেছেন তারা। ভ্রমণপ্রেমীদের জন্য এমন ছবি যেন এক অন্য রকম আমন্ত্রণ।

তবে এত ছোট শিশুকে বাড়িতে রেখে ছুটি কাটানো নিয়ে সমালোচনাও হয়েছে। নেটিজেনদের একাংশ তাদের সাহসের প্রশংসা করেছেন, অন্যরা আবার দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছেন। কিন্তু কাঞ্চন-শ্রীময়ী বরাবরের মতোই এই সমালোচনা এড়িয়ে চলেছেন। তাদের মতে, নিজেদের আনন্দের জন্য তারা কারও অনুমতি নেবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, “আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত। আমরা কাউকে কষ্ট দিচ্ছি না, বরং নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছি।” সব বিতর্ককে পাশ কাটিয়ে তারা আজ নিজেদের জীবন উপভোগ করছেন। তাদের এই সাহসিকতা এবং ইতিবাচক মনোভাব হয়তো অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page