ব্রেকিং, ব্রেকিং, ব্রেকিং! এই বছরের প্রথম টেলিভিশনের ব্রেকিং নিউজ, প্রতি সপ্তাহের মত এই সপ্তাহতেও চলে এসেছে বাংলা সিরিয়ালের (Serial) টিআরপির তালিকা। যতই বলা হোক, নাম্বার শুধুমাত্র সংখ্যা তা দিয়ে কাজের বিচার করা যায় না কিন্তু সপ্তাহান্তে বা মাসের শেষে সেই নাম্বারের দিকেই তাকিয়ে বসে থাকে সিরিয়াল কিংবা সিনেমা জগতের কলাকুশলীরা। অবশ্যই এই টিআরপি নিয়ে নির্ভেজাল সিরিয়ালের দর্শকদের কোনো মাথাব্যথা নেই।
এই সময় দেখতে পাওয়া যাচ্ছে প্রায় গত বছরের শেষের দিক থেকে এখনও অবধি বাংলার প্রায় প্রত্যেকটা ধারাবাহিকই চলছে চমকের পর্ব। তা সে জি বাংলার ‘ফুলকি’ সান বাংলার ‘আকাশ কুসুম’ সব সিরিয়ালের গল্পে রয়েছে নতুন মোর। দর্শকদের মধ্যে এমন কিছু কিছু মানুষও রয়েছেন যারা সিরিয়ালের টিআরপির তালিকার নম্বর নিয়েও হয়ে থাকেন যথেষ্ট উদগ্রীব। তাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও সকলের কাছে শরতের আকাশের মতন পরিষ্কার টিআরপির তালিকা।
এই তালিকার শীর্ষ স্থান ৮.২ পেয়ে গ্রহণ করেছে স্টার জলসার গীতা ‘এলএলবি’। ৮.১ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার মেগা ‘ফুলকি’। তৃতীয় স্থান দখল করেছে বাংলার এক জোড়া ধারাবাহিক। ৭.৮ নম্বর পেয়ে এই স্থান দখল করেছে যথাক্রমে- স্টার জলসার ‘কথা’ এবং জি বাংলার ‘পরিণীতা’। এই সপ্তাহে অন্যদের থেকে একটু পিছিয়ে পড়লেও ৭.৬ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘রাঙামতি তীরন্দাজ’ এবং স্টার জলসার ‘গৃহপ্রবেশ’, নম্বর পেয়েছে ৬.৯ এবং এই তালিকার সর্বশেষে ৬.৮ নম্বর পেয়ে স্থান দখল করেছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’।
আরও পড়ুনঃ সব নাটকের অবসান! তিতিরের প্ল্যান ভেস্তে দিল আনন্দী, জমজমাট আজকের পর্ব
চলুন তাহলে এক ঝলকে দেখে নেয়া যাক নতুন বছরের বাংলা ধারাবাহিকের প্রথম টিআরপির তালিকা-
1st •• গীতা 8.2
2nd •• ফুলকি 8.1
3rd •• কথা, পরিণীতা 7.8
4th •• জগদ্ধাত্রী 7.6
5th •• গৃহপ্রবেশ, রাঙামতি 6.9
6th •• কোন গোপনে 6.8