জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সবার সামনে বেরিয়ে এলো শম্ভুবাবুর আসল নোংরা চরিত্র! সন্তুর সঙ্গে অপর্ণার বিয়ে ভাঙলেন তিনি! এবার কি অপুর হাত ধরবে আর্য! ধামাকা পর্ব আসছে ‘চিরদিনই তুমি যে আমার’-এ

অবশেষে, খুলে গেল শম্ভু বাবুর আসল রূপ। জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের বেশ কয়েকটা পর্ব জুড়ে দেখা যাচ্ছে, অপু-সন্তুর বিয়ের প্রস্তুতি খুব জোরকদমে চলছে। আর, এই সবকিছু নিজে হাতে করছে আর্য স্যার।

অপর্ণার বিয়ের জন্য রীতিমতো আর্য এক সপ্তাহেরও বেশী ছুটি নিয়েছে। এমনকি, এই কদিন আর্য থাকছে অপর্ণাদের বাড়ি। আর এই বিষয়টাই চোখে লাগছে পাড়ার সবাইয়ের। প্রতিবেশীদের মতে, অত বড়ো মাপের একটা মানুষ ঠিক কোন কারণে পরে রয়েছে এই ছোট্টো বাড়িতে? এই ব্যাপারটাই ভালো চোখে দেখছে না কেউ।

Phulki, Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New Episode, Upcoming Episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, দেব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

এমনকি, গত এক পর্বে দেখা গেছে অপুর মা লাইন দিয়ে জল তুলতে গেলেও পাড়ার বৌদের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। এছাড়াও, সবকিছুতে আর্য স্যারের নিজেকে জড়িয়ে ফেলা এটা মোটেই পছন্দ করছে না শম্ভুবাবুরা।

এদিকে, আবার অপু-সন্তুর বিয়ের প্রস্তুতি তুঙ্গে হলেও অপর্ণা নিজে রয়েছে আপন খেয়ালে। তাঁর দৃঢ় বিশ্বাস এই বিয়েটা হবে না, কিছু একটা করে আটকে যাবে এই বিয়ে। অপর্ণার মন জুড়ে রয়েছে শুধুই এ এস আর। এমন সময় ঘটনাচক্রে সন্তুর সঙ্গে অপর্ণার বিয়ে দেওয়ার আসল উদ্দেশ্য জানতে পারে আর্য। আর, তারপর থেকেই কোনো না কোনো ফন্দির মাধ্যমে এই বিয়েটা আটকাতে চায়।

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে, শম্ভুবাবু অপর্ণাদের ঘরে এসে সকলের সামনে বলছে সে এই বিয়ে দিতে চায় না। শম্ভু বাবুর কথা, অপর্ণা তাঁর বাড়ি বিয়ে হয়ে গেলেও সে কোনো আর্য স্যারের সঙ্গে বিজনেস ডিল করতে পারবে না। পরিষ্কার করে জানিয়ে দেয় এ বিয়ে হবে না। এই শুনে অবাক হয়ে যায় অপর্ণা। তাহলে, কী হতে চলেছে এরপর?

Piya Chanda