জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আজ‌ও কারোর বুকে মাথা রাখার মতো মানুষ খুঁজে পাননি তিনি! তীব্র একাকীত্ব গ্রাস করেছে অভিনেত্রী সোমা ব্যানার্জিকে!

বাংলা টেলিভিশনের শুরুর থেকে যেই মুখ আজও সমানভাবে সবার প্রিয়, তিনি হলেন ‘সোমা ব্যানার্জি’ (Soma Banerjee) বহু বছর ধরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। ‘জন্মভূমি’ (Janmobhumi) থেকে শুরু করে ‘মা’ (Maa) , ‘অপরাজিতা অপু’ এবং ‘উমা’ — একের পর এক ধারাবাহিকে কখনও মা, কখনও শাশুড়ি, কখনও স্ত্রী আবার কখনও মেয়ের চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে আপামর দর্শকের। তবে হীরা আম্মা চরিত্রের জন্য তাঁর বিশেষ জনপ্রিয়তা আছে।

তবে এই পর্দার উজ্জ্বল আলোর আড়ালেও ব্যক্তিগত জীবনে কিছু না-পাওয়ার আক্ষেপ রয়েই গেছে অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কষ্টের কথা ভাগ করে নিলেন সোমা। জীবনের নানা চরিত্রের গল্পের মাঝেও তিনি অনুভব করেছেন এক শূন্যতা। একজন প্রকৃত জীবনসঙ্গীর খোঁজে তিনি এখনও অপূর্ণ, বলতে গেলে ভাগ্যদোষে বারবার ব্যর্থ হয়েছেন। এমন কাউকে তিনি আজও পাননি যার বুকে মাথা রেখে নিজের দুঃখের কথা বলতে পারেন।

শুরুর দিকে বিষয়টা শুনে মনে হতেই পারে, তবে কি বাস্তব জীবনে বৈবাহিক সম্পর্কে সুখ পাননি অভিনেত্রী? আসলে পুরো ব্যাপারটাই একটি মজার ছলে বলা কথা। সোমা ব্যানার্জি জানান, ধারাবাহিকে যেসব অভিনেতার বিপরীতে তিনি কাজ করেছেন, তাঁদের প্রায় সবাই উচ্চতায় তাঁর থেকে কম। তাই স্ক্রিপ্টের প্রয়োজনে যখনই দৃশ্যে মাথা রাখার সিন আসত, বাস্তবে কখনওই বুকে মাথা রাখতে পারেননি তিনি!

অভিনেত্রী জানান পর্দায় কোনদিনও ভালো বর মেলেনি তাঁর এই উচ্চতার জন্য। শুধু একজনকেই তার পছন্দ হয়েছিল, তিনি আর কেউ নন বরং সব্যসাচী চক্রবর্তী। যার উচ্চতা অভিনেত্রী থেকে যথেষ্ট বেশি থাকায় অনায়াসে বুকে মাথা রেখে দৃশ্য করতে পারতেন। এই ছোট্ট মজার অভিজ্ঞতা আজও অভিনেত্রীর মনে হাস্যরসের জন্ম দেয়, তবে কোথাও যেন রয়ে গেছে এক মিষ্টি আক্ষেপও।

Piya Chanda

                 

You cannot copy content of this page