স্টার জলসার ‘চিরসখা’ (Chirosokha) আজকের দিনে বিনোদন জগতের টেলিভিশনের অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল। প্রাথমিকভাবে এই ধারাবাহিকের গল্প আর পাঁচটা সাধারণ গল্পের মত মনে হলেও, দিন যত এগোচ্ছে ততই বোঝা যাচ্ছে দুই ব্যক্তির নামহীন সম্পর্কের মধ্যের না বলা কথা ফুটে উঠছে টিভির পর্দায়।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখার্জী। আজ থেকে প্রায় দু’মাস আগে শুরু হয়েছে এই ধারাবাহিক। সেই সময় এই সিরিয়ালের কপালে জুটে ছিল খানিক অবজ্ঞা, অবহেলা। কিন্তু, আজ সেই ধারাবাহিকই ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
বর্তমানে এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী এক এক সাক্ষাৎকারে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, প্রথম থেকে দর্শকদের কাছে এই সিরিয়াল খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি। এমনকি গল্পের নানারকমের মোর নিয়েও যথেষ্ট ট্রোলড হতে হয় ধারাবাহিকের কলাকুশলীদের।
অভিনেতা সুদীপের মতে, অনেক দর্শকেরা ভেবেছিলেন তিনি বরাবরই নেগেটিভ চরিত্রে কাজ করে আসছেন বলে হয়তো তিনি এই চরিত্রে কাজ করতে পারবেন না। আবার, সেই দর্শকই এখন অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। সুদীপ আরও বলেন, “দর্শকদের নেগেটিভিটি লড়াই করার সাহস যুগিয়েছে”। দর্শকদের সমালোচনাই তাঁর মধ্য থেকে সেরা অভিনয়টা বের করতে সাহায্য করেছে, বললেন অভিনেতা।
আরও পড়ুনঃ “প্রিয়াঙ্কার ‘না’ থেকে ‘হ্যাঁ’ পর্যন্ত জার্নিটা সহজ ছিল না, প্রিয়াঙ্কাকে ফিরে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে” – রাহুলের খোলামেলা স্বীকারোক্তি!
প্রসঙ্গত, এই ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে, কমলেনের বড় ছেলের বিয়ে হয়েছে। নতুন বউ বাড়িতে প্রবেশ করাতেই বদলে গিয়েছে ছেলের স্বভাব-আচরণ। কার্যত, বিভিন্ন কথার মাধ্যমে স্বতন্ত্রকে অপমান করছে বুবলাই। আর, বুবলাইয়ে এই আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কমলিনী।