শেষ হল দীর্ঘমেয়াদী সিরিয়াল ‘নিম ফুলের মধু’। প্রথম দিন থেকেই এই ধারাবাহিকের গল্প দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। দিন যত গড়িয়েছে সৃজন, পর্ণা, বাবুর মা কিংবা ধ্যাষ্টামো জেঠু সবাই যেনো দর্শকদের ঘরের লোক হয়ে উঠেছিল।
দেখতে দেখতে এই সিরিয়াল পার করেছিল আড়াই বছর। নিঃসন্দেহে বলা যেতে পারে, যৌথ পরিবারের আদর্শ নিদর্শন ছিল এই সিরিয়ালের দত্ত পরিবার। বলাই বাহুল্য, টিআরপির তালিকাতেও বহুবার বাজিমাত করে এই ধারাবাহিকের টিম। এমনকি অনেক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে সৃজন-পর্ণার গল্প।

কিন্তু, ধারাবাহিক যত দীর্ঘ হচ্ছিল ততই ভাটা পড়ছিল গল্পের রসদে। কিন্তু, গল্পের শেষের দিকে আবারও বেশ চাঙ্গা হয়ে উঠেছিল দত্ত পরিবার। এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেছে ২৮শে ফেব্রুয়ারি। গল্পের শেষ দিনে দেখা গেছে রনি থেকে মারতে গিয়ে হাতেনাতে শেষমেষ ধরা পড়ে ঈশা। তুহিনা আগেই পর্ণাকে সবটা জানিয়ে দিয়েছিল। গল্পের শেষে দেখা যায়, পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইশা।
আরও পড়ুনঃ স্বয়ম্ভু কি তবে খুঁজে পেল দুর্গাকে? আশ্রমে তল্লাশিতে মিলল চাঞ্চল্যকর তথ্য! ‘জগদ্ধাত্রী’ তে ধামাকাদার পর্ব
ভালো সংস্পর্শে এসে অবশেষে খল মানসিকতার মানুষেরাও ভালো হয়ে যায়। দত্ত পরিবার নিম ফুলের মধুকে চোখের জলে নয়, নাচে-গানে-হাসিতে-আনন্দে বিদায় জানায় শুটিং ফ্লোরকে। অনেক দর্শকদের চোখের কোনে জল থাকলেও, মুখ ছিল হাসিতে ভরপুর। তবে, শেষ দিকের ঠাম্মি ও সৃজনকে দেখা যায় না বলে অনেকের মনেই রয়ে গেছে দুঃখ। অবশেষে তেঁতো পেরিয়ে মিঠের হদিশ পেল দত্ত পরিবার।