জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ান-শিরিনের ষড়যন্ত্র ফাঁস! কান ধরে ক্ষমা চাইল রায়ান, জমে উঠেছে ‘পরিণীতা’

আচ্ছা কেউ জানেন কি ছোট্ট এক গ্রামের মেয়ে হঠাৎ করেই বিয়ে করে চলে আসলে তার ঠিক কেমন অনুভূতি হয়? আর তার ওপর যদি সে কলকাতার কোন কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হয় তাহলে তাকে ঠিক কিসের সম্মুখীন হতে হয়, জানা আছে? নেই তো। ঠিক এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে পারুলকে। কথা হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘পরিণীতা’ (Parineeta) নিয়ে।

Zee bangla, tollywood, Parineeta, জি বাংলা, টলিউড, পরিণীতা

বেশ কয়েক মাস হল শুরু হয়েছে এই নতুন সিরিয়াল। এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’র পারুল। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে উদয় প্রতাপ সিং এবং নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জিকে। এই সিরিয়ালের নায়কের গ্রামে গিয়ে আচমকাই বিয়ে হয়ে যায় গ্রামের এক অজানা মেয়ের সঙ্গে এবং তারপর থেকেই তাদের জীবনে ঘটতে থাকে নানান ঘটনা।

বর্তমানে এই সিরিয়ালে নতুন প্রমো এসেছে সবার সামনে। প্রমতি দেখা যাচ্ছে পারুল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে গোটা কলেজের সামনে। এমনকি, রায়ান ও শিরিনকে তাঁর কাছে ক্ষমা চাইতেও বাধ্য করেছে। কিছুদিন আগে রায়ান ও পারুলের কলেজে ঘটে যায় অবাক করা এক কান্ড। কলেজের বন্ধুর জন্মদিনের পার্টিতে নেশাগ্রস্থ হয়ে পড়ে এবং পরে এই বিষয়টি কেন্দ্র করে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে।

এই মুহূর্তে প্রমোতে পারুলকে বলতে দেখা যাচ্ছে, “বলেছিলাম না দাদুর নাতি ৪৮ ঘণ্টা শেষ হলে আমি নয়, তোরা বেরোবি ইউনিভার্সিটি থেকে”। একে একে করে সবাই ক্ষমা চাইছে পারুলের কাছে এবং পারুল চেয়ার নিয়ে বসে আছে। ক্ষমা চাইল শিরিন, কিন্তু দাদুর নাতি অর্থাৎ রায়ান ক্ষমা চাইতে গেলে তাঁকে পারুল নিজেই আটকে দেয়। এই সময় দাদু এসে বলে, “পারুলের মতো নরম মনের মানুষ আমি নই। যারা আমার নাম নিয়ে ক্ষতি করেছে তারা আজ শাস্তি পাবে”। অনেক ধারাবাহিক প্রেমীদের মনে এখন একটা প্রশ্ন তৈরী হয়েছে, রায়ানকে পারুলের ক্ষমা দেওয়া করা কি তাদের সম্পর্কে সমীকরণ বদলাতে পারবে?

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।