জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নীলের জীবনে দুঃসংবাদ! বছর শুরুতেই এমন কিছু আশা করেননি তাঁর ভক্তরা!

স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়ে অভিনয় জগতে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। তারপর থেকে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। যেমন কৃষ্ণকলি, উমা,। বাংলা মিডিয়াম দিয়ে শেষ তাঁকে স্টার জলসার পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিলো। নিজের অভিনয় দক্ষতায় একাধিক দর্শকদের মনে জায়গা দখল করেছেন তিনি। হয়ে উঠেন মধ্যবিত্তদের ঘরের ছেলে। তার শেষ ধারাবাহিক বাংলা মিডিয়াম গত ২০২৩ সালের নভেম্বরের প্রথম দিকে শেষ হয়ে গিয়েছিলো।

গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে বিয়ে করেন অভিনেতা নীল ভট্টাচর্য্য। এরপর দাম্পত্য জীবন নিয়ে কম চর্চা হয়নি। একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে ট্রোলও হতে হয়েছে তাদের। এক সময় শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে যাবে। তবে সেই সব জটিলতা কাটিয়ে এখনও সুখের সংসার করছেন তাঁরা। বরাবরই বিচ্ছেদের গুঞ্জন, ট্রোলিং এসবকে পাত্তা দেন না তারা। নিজেদের মতো করে কাজে ব্যস্ত আছেন এই যুগল। শুধু ছোটপর্দাতেই নয় বড় পর্দায় অভিনয় করতেও দেখা গিয়েছে তৃণাকে।

বাংলা মিডিয়াম শেষ হওয়ার প্রায় বেশ কয়েক মাসের পর জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে মুখ্য চরিত্র ‘রাজ’ এর ভূমিকায় অভিনয় করছেন নীল। তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি ‘শুভশ্রী’ চরিত্রে। বেশিদিন হয়নি এই ধারাবাহিক শুরু হয়েছে। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক কম সময়েই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। ধারাবাহিকে রাজ ও শ্রী জুটিকে ভীষণ পছন্দ অনুরাগীদের।

তবে শোনা যাচ্ছে টিআরপি কম থাকার কারণে চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটির সম্প্রচার সময় পরিবর্তন করেছে, তবে তাতেও টিআরপি বাড়েনি। ফলে, ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারী মাসেই এর শেষ পর্বের শুটিং হতে পারে।

তবে, চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ধারাবাহিকটি বন্ধ হওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। কিন্তু এই ধারাবাহিকটির হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার খবরে মন খারাপ হয়েছেন দর্শকদের। এই নিয়ে তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ‘অমর সঙ্গী’ ধারাবাহিকটি ইতিমধ্যেই ১০০ পর্ব অতিক্রম করেছে।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।