জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিরিয়াল আমাকে অনেক কিছু দিয়েছে তাই আমিও কিছু ফিরিয়ে দিতে চাই! বুকে তীব্র ব্যাথা নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ (Mittir bari)। অন্য ধাঁচের এক গল্প নিয়ে শুরু হয়েছিল মিত্তির বাড়ি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় ও পারিজাত চৌধুরী। এই ধারাবাহিকে ধ্রুব ও জোনাকি চরিত্রে অভিনয় করছেন তারা। প্রথম দিন থেকেই তাদের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। নতুন জুটির কেমিস্ট্রি মন জিতেছিল ভক্তদের।

ধারাবাহিকের শুরু থেকেই ধ্রুব ও জোনাকির সম্পর্কের জটিলতা এবং তাদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সম্প্রতি একটি খোলামেলা আড্ডায় ধরা দিয়েছে ধ্রুব জোনাকি ওরফে আদৃত ও পারিজাত। এই আড্ডায় আদৃত রায় নিজের অভিনয় জীবনের অভিঘটা বর্ণনা করেছেন।

বড়পর্দা থেকে অভিনয় জীবনে পদার্পন করেছিলেন আদৃত রায়। তিনি বিশেষত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই”-এ সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয়ের জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। এদিন এই আড্ডায় মিঠাই এর উচ্চবাবু থেকে মিত্তিড়বাড়ির নাতিবাবু হওয়ার জার্নি সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নিলেন আদৃত। এই দুই চরিত্র যিনি লিখেছেন সেই রাখি ম্যামকে অনেক ধন্যবাদান্তে জানিয়েছে আদৃত। যদিও এটাও বলেছেন যে এই দুই চরিত্রের সঙ্গে বাস্তবে তার নিজস্ব চরিত্রের কোন মিল নেই। বাস্তব জীবনে আদৃত খুবই মিশুকে এবং মজা, ফাজলামি কীর্তি ভালোবাসে।

মিত্তিরবাড়ির বর্তমান এপিসোডে দেখা গেছে টানটান উত্তেজনা। আসল দোষীকে ধরতে পুষ্পা ২ এর লুকে ধরা দিয়েছিলেন ধ্রুব ও জোনাকি। যেমন ভরপুর অ্যাকশন ছিল তেমনই ‘স্বামী’ গানে নেচেছিলেন দুজনে। সেই অভিজ্ঞতাও এদিন ভাগ্য করে নিলেন আদৃত। পিঠে ব্যথা নিয়েও এই দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে যে পরিশ্রম তিনি করেছেন সে কোথাও বললেন।

‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি ২৫ নভেম্বর, ২০২৪ থেকে জি বাংলায় সম্প্রচার শুরু হয়। প্রথম থেকেই এটি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছে। অনেকেই প্রধান চরিত্রে আদৃত রায়ের অভিনয়ের প্রশংসা করেছেন, তবে পারিজাত চৌধুরীর অভিনয় নিয়ে কিছু সমালোচনা রয়েছে। কিছু দর্শক মনে করছেন, ধারাবাহিকটির গল্প ‘মিঠাই’ সিরিয়ালের সাথে সাদৃশ্যপূর্ণ। কিন্তু দর্শক এইভাবেই এই চরিত্রগুলিতে আদৃতকে পছন্দ করে।

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।