‘বন্ধুর আড়ালে শত্রু’ শুনেছেন নিশ্চয়ই, এ যেনো তারই জলজ্যান্ত উদাহরণ। কথা হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গৃহপ্রবেশ’ (Grihaprabash)-এর কথা। দেশের মেয়ে বিদেশে পাড়ি দেওয়া নিয়ে গল্প প্রাথমিকভাবে দর্শকদের মনের মত না হয়ে উঠলেও পরবর্তীকালে ধীরে ধীরে সিরিয়াল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঊষসী রায় এবং সুস্মিত মুখোপাধ্যায়কে। এছাড়াও এই ধারাবাহিক বিদিপ্তা চ্যাটার্জীকে। নদীয়ার মেয়ে নিজের দেশ ছেড়ে পারি দিয়েছে সুদূর নিউ ইয়র্ক-এর গিয়ে আবার দেশে ফেরার পর আচমকাই বিয়ে হয়ে যায় তাঁর। আদৃত অর্থাৎ এই সিরিয়ালের নায়ক বাড়ির অমতে বিয়ে করায় শুভলক্ষী এখন তার শাশুড়ির চক্ষুসূল।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আদৃতের বন্ধু জিনিয়া ইচ্ছা করে শুভলক্ষ্মীকে নিউইয়র্কের ভুল পথে নামিয়ে চলে আসে যাতে সে হারিয়ে যায়। এই সিরিয়ালের এক দৃশ্যে জিনিয়া এবং শুভর কথোপকথনে শুভ বলছে, ” আমি না হয় নিউইয়র্ক শহরটার কিচ্ছু চিনি না জিনিয়া। তুমি তো এখানেই জন্মেছো ছোট থেকে বড় হয়েছো এখানকার রাস্তাঘাট সমস্ত কিছু তুমি চেনো তুমি আমাকে ওখানে কেন নামালে? কি চেয়েছিলে যাতে আমি হারিয়ে যাই?” এর মাধ্যমে স্পষ্ট বোঝা গেল জিনিয়া ইচ্ছা করে যে ছিল যাতে শুভ হারিয়ে যায়।
আরও পড়ুনঃ একের পর এক দুর্ঘটনা! সুকান্তর পর গুরুতর জখম এবার হবু কনে অনন্যা গুহ, কিভাবে ঘটলো দুর্ঘটনা?
এই ঘটনার মাধ্যমে জিনিয়ার আসল চরিত্র সবার সামনে চলে আসে। কথায় কথায় শুভ এও বলে যে, ‘বন্ধু সেজে তুমি আমায় ড্রপ করার নামে হারিয়ে দিয়েছিলে?’ এর মাধ্যমিক বোঝা যায় জিনিয়া কেবল মুখোশ পরেই শুভ’র বন্ধু হতে চেয়েছিল। জিনিয়া শুভ’র খারাপ ছাড়া আর কিছুই চায় না।